শিলিগুড়ি পৌরসভায় নতুন চাকরি: শিলিগুড়ি পৌরসভা থেকে এক নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এইবার নিয়োগ করা হবে এস-এ-ই (সিভিল) পদে। আজকের প্রতিবেদনে আমরা জানাবো কিভাবে এই পদের জন্য প্রার্থী বাছাই করা হবে এবং আবেদন করার পুরো প্রক্রিয়া। তাই বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ে নিন।
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩০ ডিসেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তি (নম্বর: 545 Estt./SMS) অনুযায়ী, শিলিগুড়ি পৌরসভা থেকে চুক্তিভিত্তিকভাবে এস-এ-ই (সিভিল) পদে কর্মী নিয়োগ করা হবে।
Table of Contents
শিলিগুড়ি পৌরসভায় নতুন চাকরি
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে যে, এস-এ-ই (সিভিল) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনকারীর বয়স
এস-এ-ই (সিভিল) পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে, যা ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী গণনা করা হবে। তবে, সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড়ের সুবিধা পাবেন।
পৌরসভায় চাকরি বেতন
এস-এ-ই (সিভিল) পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে ১৬ হাজার ৫০০ টাকা করে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
এস-এ-ই (সিভিল) পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকা আবশ্যক, যা অবশ্যই কোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আবেদন পদ্ধতি
যাঁরা আবেদন করতে আগ্রহী এবং যোগ্য, তাঁদের অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রয়োজনীয় নথিপত্র ও একটি BIO Data প্রস্তুত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপরে স্পষ্ট করে লিখতে হবে পদের নাম— “APPLICATION FOR THE POST………………..”।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ–
To,The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist -Darjeeling, Pin-734001
আবেদনের শেষ তারিখঃ- ১৪/০১/২০২৫ বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত।
Notification Download Link:– Click