23 C
Kolkata
Wednesday, February 5, 2025

SBI Har Ghar Lakhpati Scheme: 591 টাকা জমিয়ে লাখপতি হওয়ার সুযোগ, সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য!

SBI Har Ghar Lakhpati Scheme: নতুন বছরের শুরুতেই ভারতীয় স্টেট ব্যাংক দুটি নতুন Fixed Deposit স্কীম চালু করেছে – SBI Har Ghar Lakhpati Scheme এবং SBI Patrons FD Scheme। এই দুটি স্কীমে মাত্র ১৪০০ টাকা জমিয়ে ৩ থেকে ৫ বছরের মধ্যে লাখ টাকার রিটার্ন পাবেন। আপনি যদি নতুন বছরে নিজের ভবিষ্যতের জন্য একটু সঞ্চয় করতে চান, তাহলে এই স্কীম দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া মাঝেমধ্যেই গ্রাহকদের জন্য লাভজনক স্কিম চালু করে থাকে। এবার নতুন বছর শুরু হতে না হতেই ব্যাংক দুটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে। যেখানে মাত্র ৩ বছর টাকা জমালেই আপনি ১ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন। এই নতুন স্কিমগুলি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সমস্ত গ্রাহকদের মধ্যে। এখন সবাই একে অপরকে ছাপিয়ে আগে বিনিয়োগ করার প্রতিযোগিতায় নেমেছে। যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তবে দেরি না করে এই স্কিমগুলির বিস্তারিত জানুন এবং দ্রুত বিনিয়োগ শুরু করুন।

SBI Har Ghar Lakhpati Scheme details

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য দুটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে, যার মধ্যে প্রথমটি হলো ‘এসবিআই হর ঘর লাখপতি আরডি স্কিম’। এটি একটি রেকারিং ডিপোজ়িট স্কিম, যেখানে আপনি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলে, নির্দিষ্ট সময় পর বিশাল রিটার্ন পাবেন। এই স্কিমে ৩ থেকে ১০ বছরের মধ্যে সঞ্চয়ের সুযোগ রয়েছে।

SBI Har Ghar Lakhpati Scheme calculator

মেয়াদমাসিক জমারিটার্ন
৩ বছর২,৫০০ টাকা১ লক্ষ টাকা
সিনিয়র সিটিজেন২,৪৮০ টাকা১ লক্ষ টাকা
৫ বছর১,৪০৭ টাকা১ লক্ষ টাকা
১০ বছর৫৯১ টাকা১ লক্ষ টাকা
৫ লক্ষ রিটার্ন১২,৫০০ টাকা৫ লক্ষ টাকা

টাইমলাইন ও জরিমানা

এই Fixed Deposit স্কিমের পুরো কিস্তি জমা হওয়ার পর, এক মাস পরই টাকা তোলা যাবে। তবে কিস্তি জমা দিতে দেরি হলে জরিমানা দিতে হবে। প্রতি ১০০ টাকার জন্য ১.৫ টাকা ফাইন ধার্য হবে। এছাড়া, টানা ৬টি কিস্তি জমা না দিলে স্কিম নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

SBI Patrons FD scheme

নতুন বছরের শুরুতে আরেকটি বিশেষ স্কিম চালু করেছে State Bank of India, যা ‘এসবিআই প্যাট্রন এফডি ডিপোজিট স্কিম’ (SBI Patrons FD scheme) নামে পরিচিত। এই স্কিমটি শুধুমাত্র ৮০ বছর বা তার বেশি বয়সি সিনিয়র সিটিজেনদের জন্য। এই স্কিমে তাঁরা ফিক্সড ডিপোজিটে ০.১ শতাংশ বেশি সুদ পাবেন।

কেন এই স্কিমগুলিতে বিনিয়োগ করবেন?

এই স্কিম গুলি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য একটি বড়সড় সুযোগ। মাসে ছোট পরিমাণ টাকা জমা করেই ভবিষ্যতের জন্য বড় রিটার্ন পাওয়া সম্ভব। সঞ্চয়ের অভ্যাস তৈরি করা এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই স্কিম অত্যন্ত কার্যকর। এই স্কীম গুলো সম্মন্ধে আরও বিস্তারিত জানতে নিকটস্থ SBI এর শাখায় যোগাযোগ করুন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection