Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতীয় বিমান বাহিনীতে চাকরির...

Pinky Khan, কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য আছে এক চমৎকার সুযোগ!...

Weather News West Bengal:...

কার্তিক মাস শেষ হতে না হতেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। সকালবেলা...

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...
Homeপ্রকল্পসরকারি প্রকল্পCast Certificate Online Apply: SC/ST/OBC সার্টিফিকেটের আবেদন ও ডাউনলোডের সহজ পদ্ধতি!

Cast Certificate Online Apply: SC/ST/OBC সার্টিফিকেটের আবেদন ও ডাউনলোডের সহজ পদ্ধতি!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

Cast Certificate Online Apply: জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেটের আবেদন এখন আরও সহজ! SC, ST এবং OBC শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে আবেদন করবেন, কোন কোন নথি লাগবে—সব কিছু জানুন আজকের প্রতিবেদনে।

তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) সার্টিফিকেটের গুরুত্ব এবং সুবিধা অপরিসীম। এই সার্টিফিকেট থাকা প্রার্থীরা রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরিতে সংরক্ষণের সুবিধা পান। শুধু চাকরির ক্ষেত্রেই নয়, শিক্ষা ক্ষেত্রেও এই সার্টিফিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সংরক্ষিত আসনের সুবিধা পাওয়া যায়।

এখন বাড়িতে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে অনায়াসে কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু আবেদন করাই নয়, সার্টিফিকেটের আবেদন অনুমোদিত হয়েছে কিনা তাও অনলাইনে যাচাই করার সুবিধা রয়েছে। আপনার আবেদন অনুমোদিত হওয়ার পর সহজেই SC/ST/OBC সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর কোথাও যাওয়ার ঝামেলা নেই – সমস্ত কিছুই এখন সহজ ও সময়সাপেক্ষ ছাড়া অনলাইন মাধ্যমেই সম্ভব।

Cast Certificate Online Apply

১) প্রথম ধাপ: প্রথমেই কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

২) বিভাগ নির্বাচন: সেখানে SC/ST/OBC অপশনে ক্লিক করুন।

৩) আবেদনের শুরু: এরপর Apply For SC/ST/OBC অপশনে ক্লিক করুন।

৪) আবেদন ফর্ম পূরণ: পরবর্তী পেজে আবেদন ফর্মটি খুলে যাবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে Final Submit করুন।

৫) আবেদন জমা: আবেদন সম্পন্ন হলে Application Copy ডাউনলোড করুন, প্রিন্ট করে সিগনেচার করুন এবং প্রয়োজনীয় নথি সহ নিকটবর্তী বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় জমা দিন।

Caste Certificate Status Check Online:–

১) ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে Cast Certificate-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২) বিভাগ নির্বাচন: সেখানে SC/ST/OBC অপশনে ক্লিক করুন।

৩) Application Check: পরবর্তী ধাপে Application Check অপশনে ক্লিক করুন।

৪) Application No উল্লেখ: আবেদন করার সময় পাওয়া Application No লিখে সার্চে ক্লিক করুন।

৫) স্ট্যাটাস দেখুন: এরপর নিচে আবেদনটির বর্তমান স্থিতি দেখে নিন। সার্টিফিকেট অনুমোদিত হলে সেখানে সার্টিফিকেট নম্বর প্রদর্শিত হবে।

৬) ডাউনলোড: সার্টিফিকেট নম্বর ব্যবহার করে অনলাইনে সহজেই আপনার Cast Certificate ডাউনলোড করতে পারবেন।

সার্ভিসলিঙ্ক
Caste Certificate Apply OnlineApply
Caste Certificate WebsiteClick
Caste Certificate Status CheckCheck

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -