26 C
Kolkata
Wednesday, January 22, 2025

LIC BIMA SAKHI: নতুন বীমা সখী প্রকল্পে মাসে ৭০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন!

LIC BIMA SAKHI: বীমা সখী প্রকল্পের আওতায় প্রতি মাসে মিলছে অর্থসাহায্য! প্রথম বছরে মাসিক ৭,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, দ্বিতীয় বছরে এই পরিমাণ কমে দাঁড়াবে ৬,০০০ টাকা, আর তৃতীয় বছরে প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। ইতিমধ্যেই LIC BIMA SAKHI Scheme এ অনলাইন আবেদন শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য মহিলাদের জন্য এল.আই.সি-র এই বিশেষ উদ্যোগ। নিয়োগ করা হচ্ছে মহিলা ক্যারিয়ার এজেন্ট বীমা সখী।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বীমা সখী প্রকল্পে আবেদন করতে চাইলে আপনাকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, বয়স হতে হবে অন্তত ১৮ বছর এবং সর্বোচ্চ ৭০ বছরের মধ্যে। বিশেষভাবে, এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, তাই মাধ্যমিক পাশ যে কোনো মহিলা সহজেই আবেদন করতে পারবেন।

LIC বীমা সখী প্রকল্পে নিয়োগ করা হবে ৩ বছর জন্য পরবর্তীতে তা বৃদ্ধি হতে পারে। প্রথম তিন বছরে থাকছে বার্ষিক ভাতা ও আকর্ষণীয় কমিশন। প্রথম বছরের প্রতি মাসে ৭ হাজার টাকা দেওয়ার পাশাপাশি থাকবে কমিশন। আর দ্বিতীয় বছরে ৬ হাজার টাকা মাসিক দেওয়ার পাশাপাশি রয়েছে কমিশন। এছাড়াও তৃতীয় বছরে প্রতি মাস ৫ হাজার টাকা পাশাপাশি থাকছে কমিশনের সুবিধা।

আগ্রহী ও যোগ্য মহিলারা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী LIC শাখা / স্যাটেলাইট অফিস / ডেভলপমেন্ট অফিসার কিংবা সি এল আই এ -এট সাথে যোগাযোগ করুন। আপনি কিভাবে অনলাইনে LIC BIMA SAKHI Scheme এ আবেদন করবেন, নিচের ধাপ গুলো ফলো করুন।

Lic Bima Sakhi Apply Documents

১) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২) জন্মতারিখ নিশ্চিত করার জন্য বয়সের প্রমাণপত্র।
৩) আপনার ঠিকানা যাচাইয়ের জন্য ঠিকানার প্রমাণপত্র।
৪) শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য সার্টিফিকেট বা অন্যান্য প্রয়োজনীয় নথি।

Lic Bima Sakhi Yojana Apply Online 2025

  1. প্রথমে আপনাকে LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর LIC’s BIMA SAKHI > Click Here To Apply অপশনে ক্লিক করুন।
  3. নতুন পেজে গিয়ে Click Here For Bima Sakhi বাটনে ক্লিক করুন।
  4. এরপর আপনার সামনে LIC’s BIMA SAKHI আবেদন ফর্ম আসবে, যেখানে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  5. সব তথ্য ঠিকমতো পূরণ হলে Submit বাটনে ক্লিক করুন। এরপর নতুন পেজে গিয়ে আপনি কোন অফিসে কাজ করতে চান তা নির্বাচন করে Final Submit করুন।
  6. আবেদন সফলভাবে জমা হয়ে গেলে, LIC অফিস থেকে আপনার দেওয়া নম্বরে যোগাযোগ করবে এবং পরবর্তী প্রক্রিয়া জানিয়ে দেবে। যদি কোনো ভুল তথ্য থাকে, তাহলে আবেদন বাতিল হতে পারে।

Lic Bima Sakhi Yojana Apply Online 2025 Link:- Apply

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection