পরীক্ষা ছাড়াই EPFO-তে চাকরির সুবর্ণ সুযোগ! বর্তমান চাকরির বাজারে যেন মন্দার ছায়া! নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি হাতে গোনা, আর তাতেই অনেক চাকরিপ্রার্থী আশা প্রায় ছেড়ে দিয়েছেন। তবে এই পরিস্থিতির মাঝেই সুখবর নিয়ে এসেছে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO)। কোনো পরীক্ষা ছাড়াই মিলতে পারে স্থায়ী চাকরি, আর মাসের শেষে পাবেন মোটা মাইনের সুবিধা! এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখনই জেনে নিন আবেদনের বিস্তারিত প্রক্রিয়া।
EPFO Recruitment 2025 Notification: চাকরির
EPFO নিয়ে এল দারুণ চাকরির সুযোগ! সম্প্রতি কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন পদে কতজনকে নিয়োগ করা হবে? স্যালারি কত? কীভাবে আবেদন করবেন?—এইসব গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
অফিসিয়াল ওয়েবসাইট
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল epfindia.gov.in
পদের নাম
EPFO বা Employee Provident Fund Organisation-এর তরফ থেকে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হল EPFO ইয়ং প্রোফেশনাল (আইন)।
শূন্যপদের সংখ্যা
EPFO বা Employee Provident Fund Organization এর দেওয়া বিজ্ঞপ্তিতে এই পদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হয়নি।
EPFO Recruitment 2025 বেতন
EPFO চাকরির সুসংবাদ! Employee Provident Fund Organisation (EPFO) সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৬৫,০০০ টাকা। তবে, এটি চুক্তিভিত্তিক নিয়োগ হবে, এবং নির্বাচিত প্রার্থীদের ১১ মাসের জন্য নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
EPFO-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা: এই সংস্থায় আবেদন করতে চাইলে প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক এবং BA LLB বা তার সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
EPFO বা Employee Provident Fund Organisation-এর বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে উল্লেখিত পদে নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
Selection Process for EPFO Recruitment 2025
EPFO নিয়োগ প্রক্রিয়া: প্রথমে, আবেদনকারী প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে। এরপর, বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। যদি আপনি এই প্রক্রিয়ায় সফল হন এবং নির্বাচিত হন, তবে আপনাকে উল্লেখিত পদে নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি
EPFO-তে আবেদন প্রক্রিয়া: আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে “ক্যারিয়ার” বিভাগে ক্লিক করতে হবে। তারপর, দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূর্ণ করুন। এরপর, আবেদনপত্রটি অনলাইনে জমা দিন অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিন। এই সহজ প্রক্রিয়ায় আবেদন করে আপনি EPFO-তে একটি নতুন ক্যারিয়ারের পথে পা রাখতে পারেন!
অফিসিয়াল বিজ্ঞপ্তি- click here