Friday, May 9, 2025
36.7 C
Kolkata

JKNews24 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

কম খরচে লাভজনক ব্যবসা:...

কম খরচে লাভজনক ব্যবসা: বর্তমান সময়ে বেকারত্ব যেন বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।...

LIC-র নতুন স্কিম! মাত্র...

LIC-র নতুন স্কিম: মাত্র 1 হাজার টাকা করে জমিয়ে মেয়েকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার...

UPI সেবা বন্ধ হবে?...

UPI সেবা বন্ধ হবে: আপনি যদি নিয়মিত UPI ব্যবহার করেন, তাহলে এই খবর...

SBI Asmita Scheme: কম...

SBI Asmita Scheme: মহিলাদের জন্য দারুণ সুখবর! নারী দিবসের আবহে দেশের বৃহত্তম সরকারি...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ভারতের হাতে ধরা পড়ল পাকিস্তানি পাইলট, করাচির সামনে দাঁড়িয়ে INS Vikrant!

বেজে গেল যুদ্ধের দামামা? পাকিস্তানে দমবন্ধ অবস্থা ভারতের ড্রোন হামলার পর বৃহস্পতিবার সকালে যেন আচমকাই কেঁপে উঠল পাকিস্তান! ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জেরে neighboring দেশ...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)ট্রেন হাইজ্যাকের পর রক্তাক্ত পাকিস্তান! এবার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত একাধিক

ট্রেন হাইজ্যাকের পর রক্তাক্ত পাকিস্তান! এবার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত একাধিক

সন্ত্রাসী হামলার কবলে আবারও কেঁপে উঠলো প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান (Pakistan)। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার জান্ডোলা সামরিক শিবিরে দিন দুপুরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংবাদ সূত্রের খবর অনুযায়ী, প্রথমে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তের মধ্যেই শুরু হয় এলোপাথাড়ি গুলি চালনা। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের প্রতিরোধে নামে। দুপক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ চলে বেশ কিছুক্ষণ। সূত্রের দাবি, এই অভিযানে সেনাবাহিনী অন্তত ৮ থেকে ৯ জন জঙ্গিকে নিশানা করেছে।

তবে সেনাদের প্রতিরোধ সত্ত্বেও, এক আত্মঘাতী জঙ্গি আচমকাই বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জান্ডোলা সামরিক শিবিরের কাছাকাছি পৌঁছে যায় এবং এক ভয়ংকর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে, আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন, তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।

পাকিস্তানে এমন ঘটনা নতুন নয়। সন্ত্রাসী হামলা যেন প্রায়ই ঘটে চলেছে। কয়েকদিন আগেই বেলুচিস্তান প্রদেশে এক ভয়ংকর সন্ত্রাসী হামলা চালিয়েছিল বালোচ লিবারেশন আর্মি (BLA)। গত ১১ই মার্চ, দুপুরবেলা বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ বোলান ভ্যালিতে যাত্রীবাহী “জাফর এক্সপ্রেস” ট্রেনকে কার্যত হাইজ্যাক করে নিয়েছিল জঙ্গিরা। এই দুঃসাহসিক হামলা মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে দেয়, আর নিরাপত্তা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।

সূত্রের খবর, এই ট্রেনে ৪৫০ জনের বেশি যাত্রী ছিল, যার মধ্যে অন্তত ২০০ জন নিরাপত্তা কর্মী ছিল। ট্রেনটি কুয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝপথে জঙ্গিদের কবলে পড়ে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী এবং BLA জঙ্গিদের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে।

গতকাল পাকিস্তান সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা হাইজ্যাককৃত ট্রেনের ৫০ জন হামলাকারীকে খতম করতে সক্ষম হয়েছে। তবে সূত্রের দাবি, সেনা অভিযানের আগেই জঙ্গিরা ২১ জন নিরীহ যাত্রীকে নৃশংসভাবে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার পর সেনাবাহিনীর সফল অভিযানে অবশেষে ৪০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

সাম্প্রতিক এই দুটি ঘটনা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে, পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ দিনে দিনে আরও ভয়ংকর হয়ে উঠছে। বিশেষ করে আফগান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে TTP এবং BLA জঙ্গিদের ক্রমবর্ধমান তৎপরতা দেশটির নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের মতে, যদি পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে এমন হামলার সংখ্যা আরও বেড়ে যেতে পারে। এতে শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাই ক্ষতিগ্রস্ত হবে না, বরং আন্তর্জাতিক পর্যায়েও পাকিস্তানের অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে।