আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

RBI-র নতুন নিয়ম: ১লা মে থেকে ATM লেনদেনে লাগবে অতিরিক্ত টাকা!

RBI-র নতুন নিয়ম

RBI-র নতুন নিয়ম: দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য দুঃসংবাদ! এবার এটিএম থেকে টাকা তোলার খরচ আরও বাড়তে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে।RBI এবার এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে। এর ফলে এবার থেকে আর্থিক লেনদেনে অতিরিক্ত ২ টাকা এবং অ-আর্থিক লেনদেনে অতিরিক্ত ১ টাকা বেশি গুনতে হবে। নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ১লা মে থেকে।

সূত্রের খবর অনুযায়ী, এই পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে ছোট ব্যাংকগুলোর ওপর, যাদের নিজস্ব এটিএম নেটওয়ার্ক সীমিত। কারণ, তাদের গ্রাহকরা যখন অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করবেন, তখন সেই ব্যাংকগুলোকেই বেশি ফি দিতে হবে। ফলে, অতিরিক্ত খরচের বোঝা আরও বাড়বে। এখন প্রশ্ন হলো, ব্যাংকগুলো কি এই বাড়তি খরচ সরাসরি গ্রাহকদের উপর চাপাবে? যদিও এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি, তবে অতীত অভিজ্ঞতা কিন্তু বলছে ভিন্ন কথা। গত ১০ বছরে, যখনই ইন্টারচেঞ্জ ফি বাড়ানো হয়েছে, তার সরাসরি প্রভাব সাধারণ মানুষের পকেটেই পড়েছে। তাই এবারও ব্যাংকগুলো সেই খরচ গ্রাহকদের ঘাড়ে চাপাবে বলেই মনে করা হচ্ছে।

এটিএম ইন্টারচেঞ্জ ফি কী?

এটিএম ইন্টারচেঞ্জ ফি হল একটি বিশেষ চার্জ, যা একটি ব্যাঙ্ক অন্য একটি ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে কাটা হয়। এই চার্জ সাধারণত লেনদেনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে ধরা হয়, যা পরোক্ষভাবে গ্রাহকদের কাছ থেকেই আদায় করা হয়। 

কত টাকা বাড়ল চার্জ?

নতুন নিয়ম অনুযায়ী, এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে খরচ আরও বাড়তে চলেছে! যেমনটা জানা যাচ্ছে, ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা করা হয়েছে। আর শুধুমাত্র ব্যালেন্স চেক বা অন্যান্য অ-আর্থিক লেনদেনের জন্য আগে যেখানে ৬ টাকা কাটত, এখন সেই ফি বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে।

গ্রাহকদের জন্য নয়া নিয়ম (RBI-র নতুন নিয়ম)

বর্তমানে মেট্রো শহরগুলিতে গ্রাহকরা অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে ৫ বার ফ্রি লেনদেন করতে পারেন, আর নন-মেট্রো এলাকায় এই সংখ্যা ৩। তবে এবার নতুন নিয়ম চালু হলে এই সীমার বাইরে অতিরিক্ত লেনদেন করতে হলে আরও বেশি ফি দিতে হবে।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now