Wednesday, July 30, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

WBSSC Form Edit 2025:...

WBSSC Form Edit 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা...

Krishak Bandhu Payment 2025:...

Krishak Bandhu Payment 2025: আজ থেকে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফোটাতে...

LIC Vidyadhan Scholarship 2025:...

LIC Vidyadhan Scholarship: বহু মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা চালিয়ে স্বনির্ভর জীবনের স্বপ্ন দেখলেও, তাদের...

Rupashree Prakalpa: রূপশ্রী প্রকল্প ফর্ম...

সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে সবচেয়ে বেশি জনকল্যাণমূলক সরকারি প্রকল্প, যার মধ্যে অন্যতম...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Recommended for You

Breaking news Bangla: মিঠুনের ছেলের সঙ্গে কী এমন করলেন সলমন খান?

Breaking news Bangla: সলমন খান—বলিউডের ভাইজান! তাঁর জনপ্রিয়তা, তারকাখ্যাতি আর প্রভাব নিয়ে নতুন করে কিছু বলার দরকার পড়ে না। ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন, যাঁরা...
Homeবিনোদন খবরবর্ডার ২ কাস্টিং নিয়ে বিতর্ক! সানি দেওল বাদ, সুনীল শেট্টি যা বললেন

বর্ডার ২ কাস্টিং নিয়ে বিতর্ক! সানি দেওল বাদ, সুনীল শেট্টি যা বললেন

সুনীল শেট্টি ছিলেন ১৯৯৭ সালের সুপারহিট ছবি ‘বর্ডার’-এর একটি অবিচ্ছেদ্য অংশ। সেই ছবির জন্য তিনি আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রেখেছেন। এবার সেই ছবির দ্বিতীয় পর্ব আসছে, যার জন্য অডিয়েন্সের মধ্যে অনেক উন্মাদনা দেখা যাচ্ছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন ছবি ‘বর্ডার ২’-তে প্রথম পর্বের নায়ক সানি দেওল আবারো উপস্থিত থাকবেন। তবে এই পর্বে সুনীল শেট্টির নেই। নতুন খেলোয়াড় হিসেবে দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ আর আহান শেট্টিকে। বলে রাখা ভালো, ‘বর্ডার’ ছবি কেবল দর্শকদের মন জয় করেনি, বক্স অফিসেও অসাধারণ সাফল্য পেয়েছিল। এখন নতুন পর্বে সেই উত্তেজনা ফিরে আসছে, কিন্তু সুনীল শেট্টির অনুপস্থিতি নিয়ে সবাই একটু কৌতূহল প্রকাশ করেছেন।

সম্প্রতি সুনীলকে জিগ্গেস করা হয়েছিল, যে বর্ডার ২র অংশ না হতে পারার কারণে কি তাঁর কোনও খারাপ লাগা আছে? এবিষয়ে সুনীল ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে, ‘হ্যাঁ, খারাপ লেগেছে। তবে আবার ভালো লাগাও আছে, কারণ এই ছবিতে তাঁর ছেলে অভিনয় করছেন। তিনি বলেন, ‘যদি ভাইরোঁ সিং না থাকে, তাহলে অন্তত আহান তো আছে।’

নতুন অভিনেতাদের নিয়ে কী বলেন সুনীল?

র্ডারের নতুন অভিনেতাদের নিয়ে সুনীল বলেছেন, ‘আমার সব পছন্দের অভিনেতা এই ছবির অংশ।’ সুনীল বলেন যে সানির সঙ্গে তাঁর রসায়ন বেশ ভালো। আর বরুণ (ধাওয়ান) আহানের দাদার মতোই ওঁর খেয়াল রাখছে।

সুনীল বলেছেন, ‘বরুণ এবং আহান একসঙ্গে যেন ম্যাজিকাল। বরুণ আহানের যথেষ্ট খেয়াল রাখছে। যখনই আহানের সঙ্গে বাড়িতে কথা হতো, তখন ও বলতো, বাবা, বরুণ খুব ভালো ছেলে, ওদের এমনই সম্পর্ক। সবার কাছে অনেক কাজ থাকে, কিন্তু আমরা একসঙ্গে এসে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সুনীল এটাও জানিয়েছেন যে আহান দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও কাজ করার জন্য আগ্রহী। সুনীল বলেন যে তিনি এই ছবিটি (বর্ডার ২) দেখার অপেক্ষায় রয়েছেন।

কী বলেছেন আহান শেট্টি?

এদিকে, যখন আহান শেট্টি ‘বর্ডার ২’ সিনেমায় অভিনয়ের কথা জানান, তখন তিনি এক অন্যরকম অনুভূতি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বর্ডার’ তার জন্য শুধু একটি সিনেমা নয়, এটা একটা ঐতিহ্য, এক স্বপ্নের মত। আহান জানিয়েছিলেন, শুটিং চলাকালীন সময়ে তাঁর মা গর্ভবতী ছিলেন, আর সেই সময় তিনি সুনীল শেট্টির সঙ্গে দেখা করতে সেটে যেতেন। সেই মুহূর্তগুলো তাঁর কাছে খুবই স্পেশাল। আহান এটাও জানিয়েছিলেন যে, “বাবা, আমি আজ যা কিছু, সেটা আপনার কারণেই। আপনি যে এত পরিশ্রম করে এই ঐতিহ্য তৈরি করেছেন, আমি সেটার পুরো সম্মান করার চেষ্টা করব।”

অন্যদিকে, সুনীল শেট্টিকে খুব শীঘ্রই ‘কেশরী বীর’ ছবিতে দেখা যাবে। সেখানে তিনি অভিনয় করেছেন সূরজ পাঞ্চোলি, বিবেক ওবেরয় এবং আকাঙ্ক্ষা শর্মার মতো তারকার সঙ্গে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp

আরও পড়ুন