Monday, November 17, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...
Homeপ্রকল্পসরকারি প্রকল্পজন্ম সার্টিফিকেট সংশোধন অনলাইন: প্রয়োজনীয় ডকুমেন্টস ও সহজ আবেদন পদ্ধতি

জন্ম সার্টিফিকেট সংশোধন অনলাইন: প্রয়োজনীয় ডকুমেন্টস ও সহজ আবেদন পদ্ধতি

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

জন্ম সার্টিফিকেটে যদি আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ বা ঠিকানায় কোনো ভুল থেকে থাকে – চিন্তার কিছু নেই! এখন আর অফিসে ঘুরে ঘুরে হিমশিম খেতে হবে না। পশ্চিমবঙ্গ সরকার এমন একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যেখানে আপনি ঘরে বসেই সহজে জন্ম সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। শুধু কয়েকটি ধাপে সংশোধনের আবেদন জানিয়ে দিলেই হবে। আর সংশোধন হয়ে গেলে নতুন সংশোধিত সার্টিফিকেটও অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।

জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি। যা শিশুর জন্মের স্থান থেকে শুরু করে বাবা, মায়ের পরিচয় ও জন্মের তারিখ বোঝায়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে, ভোটার কার্ড বা আধার কার্ড কিংবা পাসপোর্ট ইত্যাদি নথি তৈরি করতে জন্ম সার্টিফিকেট এর গুরুত্ব অপরিসীম। কিন্তু সেই জন্ম সার্টিফিকেটে যদি কোনো কিছু ভুল থাকে, তাহলে ভবিষ্যতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে সহজেই দ্রুত ও নির্ভুলভাবে জন্ম সার্টিফিকেট সংশোধন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিস্তারিত তথ্য।

জন্ম সার্টিফিকেটের কি কি ভুল সংশোধন করা যাবে?

1️⃣ নামের বানানে ভুল?
আপনার নিজের নামটাই যদি ভুল লেখা থাকে, তাহলে সেটা অবশ্যই ঠিক করিয়ে নেওয়া দরকার।

2️⃣ বাবার নামের বানানে ভুল?
জন্ম সার্টিফিকেটে বাবার নাম ভুল থাকলে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রে সমস্যা হতে পারে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

3️⃣ মায়ের নামের বানানে ভুল?
মায়ের নামেও যদি বানান ভুল হয়, সেটা ভবিষ্যতে বিভিন্ন কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে।

4️⃣ লিঙ্গ (Gender) ভুল দেওয়া হয়েছে?
ছেলে হয়েও যদি ‘মেয়ে’ লেখা থাকে বা উল্টোটা — তাহলে অবশ্যই সেটা সংশোধন করানো জরুরি।

5️⃣ ঠিকানা ভুল দেওয়া হয়েছে?
বর্তমান ঠিকানা বা সঠিক ঠিকানাটি না থাকলে অফিসিয়াল কাজে ঝামেলা পোহাতে হয়।

জন্ম সার্টিফিকেট সংশোধন আবেদন পদ্ধতি?

জন্ম সার্টিফিকেটে নামের বানান হোক বা বাবা, মায়ের নাম, ঠিকানা ইত্যাদি ভুল থাকলে – অফলাইন ও অনলাইন দুইভাবে ঠিক করা যাবে। অনলাইনে জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আর অফলাইনে জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা পৌরসভায় বা সংশ্লিষ্ট Birth Registration Office এ গিয়ে ঠিক করতে হবে।

জন্ম সার্টিফিকেট সংশোধন অনলাইনে কিভাবে করবেন দেখুন

জন্ম সার্টিফিকেটে নাম, ঠিকানা, বা বাবা-মায়ের নামের কোনো ভুল থাকলে এখন আর অফিসে দৌড়াতে হবে না। ঘরে বসেই অনলাইনে খুব সহজে সংশোধন করা যায়। চলুন দেখে নিই কীভাবে করবেন –

🔽 জন্ম সার্টিফিকেট অনলাইনে সংশোধন করতে যা করতে হবে:

1️⃣ প্রথমে চলে যান পশ্চিমবঙ্গ সরকারের “জন্ম ও মৃত্যু তথ্য” সংক্রান্ত অফিসিয়াল পোর্টালে – https://janmabhumi.gov.in

2️⃣ সেখানে গিয়ে মেনু থেকে ক্লিক করুন
Menu > Citizen Service > Birth > Birth Certificate Correction

3️⃣ নতুন যে পেজ খুলবে, সেখানে যার জন্ম সার্টিফিকেট সংশোধন করতে চান, তার জন্ম সার্টিফিকেট নাম্বার (Birth Certificate Number) দিয়ে Submit করুন।

4️⃣ এবার সংশোধনের ফর্ম চলে আসবে। যেখানে যেখানে ভুল রয়েছে – যেমন নামের বানান, ঠিকানা, বাবা-মায়ের নাম – সেগুলো ঠিক করে লিখুন।

5️⃣ এরপর প্রমাণপত্র (যেমন আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট ইত্যাদি) আপলোড করে ফর্মটা সাবমিট করে দিন।

6️⃣ ফর্ম সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Number পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ – এই নাম্বার দিয়ে আপনি পরে
👉 আপনার আবেদন কী অবস্থায় আছে (Status) সেটা দেখতে পারবেন,
👉 এবং সংশোধন হয়ে গেলে ডাউনলোডও করতে পারবেন সংশোধিত সার্টিফিকেট।

জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন অফলাইন পদ্ধতি

জন্ম সার্টিফিকেটের মধ্যে থাকা ভুল সংশোধন করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস, পৌরসভা কিংবা Birth Registration Office এ যেতে হবে। এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টস সহকারে জমা করলে জন্ম সার্টিফিকেট সংশোধন হয়ে যাবে।

জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে

  • সংশোধনের কারণ উল্লেখ করে একটি অ্যাফিডেভিট (শপথনামা) জমা দিতে হবে।
  • এই অ্যাফিডেভিটে ভুল ও সঠিক নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বাবা বা মায়ের নাম ঠিক করার জন্য:

  • সংশ্লিষ্ট বাবা-মায়ের প্রমাণপত্র, যেমন ভোটার আইডি, আধার কার্ড ইত্যাদি।
  • অথবা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রারের অফিস থেকে পাওয়া আইডেন্টিটি সার্টিফায়েড কপি

ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে:

  • নতুন ঠিকানার সঠিক প্রমাণপত্র, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, রেশন কার্ড বা আধার কার্ড ইত্যাদি।

জন্ম সার্টিফিকেট সংশোধনের সময়সীমা কতদিন?

জন্ম সার্টিফিকেট অনলাইন কিংবা অফলাইন, দুইভাবে আবেদন করা যাবে। জন্ম মৃত্যু তথ্য পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন। জন্ম সার্টিফিকেট ভুল সংশোধনের সময়সীমা সাধারণত ১৫ থেকে ৩০ কার্যদিবস। তবে বিশেষ ক্ষেত্রে সময় বেশিও লাগতে পারে।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -