দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর! স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফ থেকে প্রকাশিত হলো SSC Selection Post Phase XIII-এর বিজ্ঞপ্তি। দেশের নানা প্রান্তের মতো, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেও ছেলে ও মেয়ে – উভয়েই এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
সব খবর
মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক কিংবা স্নাতকোত্তর – যেকোনো শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করতে চলছে এসএসসি। আজকের প্রতিবেদনে বিস্তারিত দেখে নিন, কিভাবে আবেদন করবেন, কোন পদে আবেদন করার জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে, বেতন কত রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে? পশ্চিমবঙ্গে অর্থাৎ পূর্ব অঞ্চল (Eastern Region) এ কোন কোন পদে নিয়োগ চলছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।
Table of Contents
SSC Selection Post Phase XIII – মাধ্যমিক (SSC Madhyamik Pass Job 2025 – 10ম শ্রেণি পাশ)
🧾 পদ | 🔢 পোস্ট কোড | ⏳ বয়সসীমা | 🎓 শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|---|
Radiographer | ER11225 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Driver-Cum-Mechanic | ER11925 | 18-27 বছর | মাধ্যমিক পাশ |
Library Clerk (Mending) | ER12625 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Halwai Cum-Cook | ER12825 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Library Clerk (Binding) | ER12925 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Canteen Attendant (MoC) | ER13025 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Photo-Artist | ER13625 | 21-25 বছর | মাধ্যমিক পাশ |
Attendant (Museum) | ER14025 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Canteen Attendant (ZSI) | ER14725 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Photographer Grade III | ER14825 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Field Attendant (MTS) | ER14925 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Office Attendant (MTS) | ER15025 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Assistant Halwai Cum-Cook | ER15325 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Health Worker (Female) | ER15825 | 18-27 বছর | মাধ্যমিক পাশ |
Laboratory Attendant | ER16025 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
Laboratory Assistant (DGHS) | ER16225 | 18-25 বছর | মাধ্যমিক পাশ |
চ্চ মাধ্যমিক (Higher Secondary – 10+2 পাশ)
🧾 পদ | 🔢 পোস্ট কোড | ⏳ বয়সসীমা | 🎓 শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|---|
Fieldman | ER10625 | 18-27 বছর | উচ্চ মাধ্যমিক পাশ |
Library Clerk | ER11225 | 18-27 বছর | উচ্চ মাধ্যমিক পাশ |
Laboratory Assistant (ZSI) | ER15225 | 18-27 বছর | উচ্চ মাধ্যমিক পাশ |
SSC Selection Post Phase XIII – স্নাতক (Graduation পাশ)
🧾 পদ | 🔢 পোস্ট কোড | ⏳ বয়সসীমা | 🎓 শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|---|
Technician | ER10325 | 18-27 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Scientific Assistant | ER10425 | 18-30 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Technical Officer | ER10525 | 18-30 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Junior Computor | ER10825 | 18-27 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Senior Technical Assistant | ER10925 | 18-30 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Assistant Psychologist | ER11025 | 18-30 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Medical Lab Technologist | ER11325 | 18-30 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Assistant (Crops Dev.) | ER11725 | 18-30 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Technical Assistant | ER11825 | 18-25 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Sub-Editor | ER12025+ | 18-25 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Research Associate | ER13325+ | 18-30 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
Junior Scientific Assistant | ER16325 | 23-28 বছর | স্নাতক ও তদূর্ধ্ব |
শূন্যপদ,আবেদনের তারিখ, আবেদন সংশোধনের সময়সীমা ও পরীক্ষার তারিখ?
SSC Selection Post Phase XIII এ মোট 2423 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 23/06/2025 তারিখ পর্যন্ত। আবেদন ভুল হলে সংশোধন করা যাবে 28/06/2025 তারিখ থেকে 30/06/2025 তারিখ পর্যন্ত। আর CBE অর্থাৎ Computer Based Examination এর সম্ভাব্য তারিখ 24th July থেকে 04th August 2025 এর মধ্যে।
সব খবর
আবেদন ফি
এসএসসি Selection Post Phase XIII-এ আবেদন করতে অনলাইনে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে বিশেষ ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে ছাড়। মহিলা, SC, ST, PwBD এবং ESM প্রার্থীদের জন্য আবেদন ফি মুক্ত।
আবেদন পদ্ধতি
যারা আগ্রহী ও ইচ্ছুক, তাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এজন্য অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এ গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন। আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিন, যাতে ভুল না হয়।
পরীক্ষার সেন্টার ও কোড পশ্চিমবঙ্গের মধ্যে
Asansol (4417), Burdwan (4422), Durgapur (4426), Kolkata (4410), Siliguri (4415), Kalyani (4419)
SSC Selection Post Phase XIII Recruitment 2025 Notification Download Link:- Download Now
Website Link:- Click
SSC Selection Post Phase XIII Recruitment 2025 Post Details Check: Click Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |