WBSSC Assistant Teacher 2025: আজ থেকেই শুরু হয়ে গেল WBSSC Assistant Teacher 2025-এর অনলাইন আবেদন প্রক্রিয়া। যারা শিক্ষকতার চাকরির খোঁজে আছেন, তাদের জন্য এটি দারুণ সুযোগ। এই নিয়োগ প্রক্রিয়ায় ক্লাস IX-X-এর জন্য শূন্যপদ রয়েছে ২৩,২১২টি আর ক্লাস XI-XII-এর জন্য রয়েছে ১২,৫১৪টি। সব মিলিয়ে মোট ৩৫,৭২৬টি পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। West Bengal SLST 2025 Form Fill Up কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা আবেদন ফি, কতদিন পর্যন্ত চলবে আবেদন? বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।
সব খবর
West Bengal Assistant Teacher পদে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে অন্তত ২১ বছর, আর বেশি হলে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। এই বয়স গণনা করা হবে ১লা জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী। তবে যারা সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থী, যেমন SC, ST, OBC বা শারীরিকভাবে অক্ষম, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
Table of Contents
আবেদন করতে পারবেন না যারাঃ-
(ক) প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যদি কেউ ভারতীয় নাগরিক না হন, তাহলে তিনি এই পদে আবেদন করতে পারবেন না।
সব খবর
(খ) পাশাপাশি, যদি কোনও আবেদনকারী আগে কোনও আদালতে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়ে থাকেন, তাহলে তিনিও এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
Assistant Teacher (IX-X) Vacancy Subject
বিষয়ের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
বাংলা | ৩,০২৪ |
ইংরেজি | ৩,৩৩৬ |
হিন্দি | ৪৭১ |
উর্দু | ১৮৪ |
গণিত | ৩,৯২২ |
ইতিহাস | ২,১৪৯ |
ভূগোল | ১,৮৪০ |
লাইফ সায়েন্স | ৩,৯১১ |
ফিজিক্যাল সায়েন্স | ৪,৩৫২ |
তেলেগু | ৬ |
নেপালি | ১৭ |
মোট | ২৩,২১২ |
WBSSC Assistant Teacher (IX-X) পদে কোন বিষয়ে কতগুলো শূন্যপদ UR/SC/ST/OBC/PH/EWS দের জন্য সংরক্ষিত রয়েছে নিচের লিংকে ক্লিক করে PDF Download করে দেখে নিন।
Assistant Teacher (XI-XII) Vacancy Subject (XI-XII) Vacancy Subject
বিষয়ের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
অ্যাকাউন্টেন্সি | ১৭৮ |
কৃষি | ১ |
কৃষিবিজ্ঞান (Agronomy) | ৪০ |
নৃবিজ্ঞান | ১২ |
আরবি | ৩১ |
জীববিজ্ঞান | ৯১৯ |
বাংলা | ৩৯০ |
বাণিজ্য | ৬২২ |
রসায়ন | ১,১৯৪ |
কম্পিউটার সায়েন্স | ২১৫ |
কম্পিউটার অ্যাপ্লিকেশন | ২৬৩ |
শিক্ষা | ১,১৪৭ |
অর্থনীতি | ৫০৬ |
ইংরেজি | ৫৯৪ |
পরিবেশ বিদ্যা | ৪৩ |
ভূগোল | ৪৬৩ |
হিন্দি | ৩৩ |
ইতিহাস | ৫৭২ |
গৃহব্যবস্থাপনা ও নার্সিং | ৮১ |
গৃহবিজ্ঞান | ১ |
গণিত | ৭৮৫ |
সঙ্গীত | ৩২ |
নেপালি | ১ |
পুষ্টি | ২৭৩ |
ভিজ্যুয়াল আর্টস | ১ |
উর্দু | ১৭ |
পরিসংখ্যান | ১৯ |
সমাজবিজ্ঞান | ৮২ |
সাঁওতালি | ৪৩ |
সংস্কৃত | ৫০২ |
মনোবিজ্ঞান | ২২ |
রাষ্ট্রবিজ্ঞান | ১,৩৭৩ |
পদার্থবিজ্ঞান | ৮৮১ |
শারীরশিক্ষা | ১৬ |
দর্শন | ১,১৬১ |
ফারসি | ১ |
মোট | ১২,৫১৪ |
শিক্ষাগত যোগ্যতাঃ–
📘 মাধ্যমিক স্তর (ক্লাস IX-X):
আপনাকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে, যেখানে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। সঙ্গে B.Ed ডিগ্রি থাকতে হবে বা চার বছরের BA.Ed/B.Sc.Ed কোর্স করা থাকলেও চলবে।
📗 উচ্চমাধ্যমিক স্তর (ক্লাস XI-XII):
এই ক্ষেত্রে প্রয়োজন স্নাতকোত্তরে অন্তত ৫০% নম্বর। পাশাপাশি থাকতে হবে B.Ed অথবা চার বছরের BA.Ed/B.Sc.Ed ডিগ্রি। এছাড়াও যে বিষয়ের জন্য আবেদন করছেন, সেই বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতেই হবে।
WBSSC Assistant Teacher Apply Process
West Bengal Staff Selection Commission এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য WBSSC এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ
WBSSC Assistant Teacher পদে আবেদন ফি দিতে হবে অনলাইনে। যারা SC/ST/PH তাদের আবেদন ফি 200 টাকা, অপরদিকে GEN ও OBC প্রার্থীদের আবেদন ফি 500 টাকা।
আবেদনের শেষ তারিখঃ- WBSSC Assistant Teacher 2025 Last Date 14/07/2025 বিকেল
Assistant Teacher (IX-X) Vacancy Subject Wise PDF File: Download Link
Assistant Teacher (XI-XII) Vacancy Subject Wise PDF File: Download Link
WBSSC SLST Assistant Teacher Online Apply 2025: Apply Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |