Saturday, August 30, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

WBSSC Teacher Recruitment 2025:...

WBSSC Teacher Recruitment 2025: চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস...

আট মাসে কুমিল্লার পদুয়ার...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এখন মানুষের কাছে যেন এক মৃত্যুফাঁদে পরিণত...

SVMCM Scholarship Fund: স্বামী...

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া Swami Vivekananda Merit-cum-Means Scholarship (SVMCM) হল এমন একটি...

TOP FIVE KNOCKS BY...

হায়দরাবাদ, 24 অগস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুইবার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া—প্রথমে...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

Most Popular

- Advertisement -
Homeচাকরি খবরWBSSC Assistant Teacher 2025: 35,726 টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ!

WBSSC Assistant Teacher 2025: 35,726 টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ!

WBSSC Assistant Teacher 2025: আজ থেকেই শুরু হয়ে গেল WBSSC Assistant Teacher 2025-এর অনলাইন আবেদন প্রক্রিয়া। যারা শিক্ষকতার চাকরির খোঁজে আছেন, তাদের জন্য এটি দারুণ সুযোগ। এই নিয়োগ প্রক্রিয়ায় ক্লাস IX-X-এর জন্য শূন্যপদ রয়েছে ২৩,২১২টি আর ক্লাস XI-XII-এর জন্য রয়েছে ১২,৫১৪টি। সব মিলিয়ে মোট ৩৫,৭২৬টি পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। West Bengal SLST 2025 Form Fill Up কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা আবেদন ফি, কতদিন পর্যন্ত চলবে আবেদন? বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

West Bengal Assistant Teacher পদে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে অন্তত ২১ বছর, আর বেশি হলে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। এই বয়স গণনা করা হবে ১লা জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী। তবে যারা সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থী, যেমন SC, ST, OBC বা শারীরিকভাবে অক্ষম, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন করতে পারবেন না যারাঃ-

(ক) প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যদি কেউ ভারতীয় নাগরিক না হন, তাহলে তিনি এই পদে আবেদন করতে পারবেন না।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

(খ) পাশাপাশি, যদি কোনও আবেদনকারী আগে কোনও আদালতে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়ে থাকেন, তাহলে তিনিও এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

Assistant Teacher (IX-X) Vacancy Subject 

বিষয়ের নামশূন্যপদের সংখ্যা
বাংলা৩,০২৪
ইংরেজি৩,৩৩৬
হিন্দি৪৭১
উর্দু১৮৪
গণিত৩,৯২২
ইতিহাস২,১৪৯
ভূগোল১,৮৪০
লাইফ সায়েন্স৩,৯১১
ফিজিক্যাল সায়েন্স৪,৩৫২
তেলেগু
নেপালি১৭
মোট২৩,২১২

WBSSC Assistant Teacher (IX-X) পদে কোন বিষয়ে কতগুলো শূন্যপদ UR/SC/ST/OBC/PH/EWS দের জন্য সংরক্ষিত রয়েছে নিচের লিংকে ক্লিক করে PDF Download করে দেখে নিন।

Assistant Teacher (XI-XII) Vacancy Subject (XI-XII) Vacancy Subject

বিষয়ের নামশূন্যপদের সংখ্যা
অ্যাকাউন্টেন্সি১৭৮
কৃষি
কৃষিবিজ্ঞান (Agronomy)৪০
নৃবিজ্ঞান১২
আরবি৩১
জীববিজ্ঞান৯১৯
বাংলা৩৯০
বাণিজ্য৬২২
রসায়ন১,১৯৪
কম্পিউটার সায়েন্স২১৫
কম্পিউটার অ্যাপ্লিকেশন২৬৩
শিক্ষা১,১৪৭
অর্থনীতি৫০৬
ইংরেজি৫৯৪
পরিবেশ বিদ্যা৪৩
ভূগোল৪৬৩
হিন্দি৩৩
ইতিহাস৫৭২
গৃহব্যবস্থাপনা ও নার্সিং৮১
গৃহবিজ্ঞান
গণিত৭৮৫
সঙ্গীত৩২
নেপালি
পুষ্টি২৭৩
ভিজ্যুয়াল আর্টস
উর্দু১৭
পরিসংখ্যান১৯
সমাজবিজ্ঞান৮২
সাঁওতালি৪৩
সংস্কৃত৫০২
মনোবিজ্ঞান২২
রাষ্ট্রবিজ্ঞান১,৩৭৩
পদার্থবিজ্ঞান৮৮১
শারীরশিক্ষা১৬
দর্শন১,১৬১
ফারসি
মোট১২,৫১৪

শিক্ষাগত যোগ্যতাঃ–

📘 মাধ্যমিক স্তর (ক্লাস IX-X):
আপনাকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে, যেখানে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। সঙ্গে B.Ed ডিগ্রি থাকতে হবে বা চার বছরের BA.Ed/B.Sc.Ed কোর্স করা থাকলেও চলবে।

📗 উচ্চমাধ্যমিক স্তর (ক্লাস XI-XII):
এই ক্ষেত্রে প্রয়োজন স্নাতকোত্তরে অন্তত ৫০% নম্বর। পাশাপাশি থাকতে হবে B.Ed অথবা চার বছরের BA.Ed/B.Sc.Ed ডিগ্রি। এছাড়াও যে বিষয়ের জন্য আবেদন করছেন, সেই বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতেই হবে।

WBSSC Assistant Teacher Apply Process

West Bengal Staff Selection Commission এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য WBSSC এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ফিঃ

WBSSC Assistant Teacher পদে আবেদন ফি দিতে হবে অনলাইনে। যারা SC/ST/PH তাদের আবেদন ফি 200 টাকা, অপরদিকে GEN ও OBC প্রার্থীদের আবেদন ফি 500 টাকা।

আবেদনের শেষ তারিখঃ- WBSSC Assistant Teacher 2025 Last Date 14/07/2025 বিকেল

WBSSC SLST Assistant Teacher Online Apply 2025: Apply Now

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন