Muskaan Scholarship 2025: সমগ্র ভারত জুড়ে বহু মধ্যবিত্ত পরিবারে এখনও পড়াশোনা চালিয়ে যাওয়া এক কঠিন চ্যালেঞ্জ। এই বাস্তবতাকে মাথায় রেখে, ‘Valvoline’ সংস্থা একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে— Muskan Scholarship Program। এই স্কলারশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো, যেসব ছাত্র-ছাত্রী পারিবারিক প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় মনোনিবেশ করছে, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষার পথে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া। যেন অর্থের কারণে কোনও শিক্ষার্থীর স্বপ্ন থমকে না যায়। তাহলে আর দেরি না করে চলো জেনে নিই এই স্কলারশিপের বিস্তারিত তথ্য— কারা আবেদন করতে পারবে, কত টাকা সাহায্য মেলে, এবং আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হবে।
সব খবর
Table of Contents
Muskaan Scholarship 2025-26
আপনারা হয়তো ভ্যালভোলিন (Valvoline) কোম্পানির নাম শুনেছেন! বিরাট কোহলি এই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সাধারণত বাইক এবং ইঞ্জিন সংক্রান্ত অয়েল এর ক্ষেত্রে ট্রেড করে এই কোম্পানি। সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় সহযোগী করার জন্য মুসকান স্কলারশিপ নামে এই প্রোগ্রাম চালু করেছে।
তথ্য | বিস্তারিত |
---|---|
স্কলারশিপ এর নাম | Muskaan Scholarship Program |
আবেদনকারী যোগ্যতা | পূর্ববর্তী শিক্ষাবর্ষে ৬০% বা তার বেশি নম্বর |
আবেদন শেষের তারিখ | ৩১শে আগস্ট |
স্কলারশিপ এর বৃত্তির পরিমাণ | বছরে এককালীন ₹১২,০০০ টাকা |
Eligibility: স্কলারশিপের আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপ শুধুমাত্র সেই পড়ুয়াদের জন্য, যারা বর্তমানে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। আবেদন করার জন্য প্রার্থীদের পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবে শুধু ভালো রেজাল্ট থাকলেই চলবে না—প্রার্থীর পরিবারের বাৎসরিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না। বিশেষভাবে উল্লেখযোগ্য, যেসব পড়ুয়ার বাবা-মা গাড়ি চালানো, মেকানিক বা ইঞ্জিন সম্পর্কিত পেশার সঙ্গে যুক্ত, তাঁদের সন্তানদের এই স্কলারশিপে অগ্রাধিকার দেওয়া হবে।
সব খবর
স্কলারশিপ এর পরিমাণ (Muskan Scholarship Amount)
স্কলারশিপে আবেদন করার পর সফলভাবে নথিভুক্ত হলে প্রার্থীরা বার্ষিক ১২০০০ টাকা অবধি আর্থিক সাহায্য পাবেন। প্রার্থীরা এই বৃত্তি একাডেমিক খরচের জন্য যেমন টিউশন ফি, স্টেশনারি বস্তু , ইউনিফর্ম এর জন্য ব্যবহার করতে পারেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- নিজের একটি পরিচয়পত্র, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড।
- বর্তমানে যেই ক্লাসে পড়ছেন, সেই শ্রেণিতে ভর্তি হওয়ার রশিদ বা স্কুলের আইডি কার্ড অথবা বোনাফাইড সার্টিফিকেট।
- আগের ক্লাসের মার্কশিট এবং পাশের সার্টিফিকেট।
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (যা সরকারি কর্তৃপক্ষ ইস্যু করেছে)।
- যিনি পরিবারের উপার্জনকারী, অর্থাৎ অভিভাবকের পেশার প্রমাণপত্র (যেমন ড্রাইভার, মেকানিক ইত্যাদি)।
- বসবাসের ঠিকানার প্রমাণ (যেমন রেশন কার্ড, বিদ্যুৎ বিল ইত্যাদি)।
- প্রার্থীর নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার ফটোকপি।
- প্রার্থীর সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
Muskaan Scholarship Online Application:
মুসকান স্কলারশিপ এর জন্য সমস্ত আবেদন প্রক্রিয়া অনলাইনে আপনি করতে পারবেন এবং এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট (Muskan Scholarship official Website) রয়েছে।
আপনারা সরাসরি দেওয়ার লিংকে গেলেই আবেদনের পেজে চলে যাবেন। আপনার সামনে স্টার্ট এপ্লিকেশনের বাটন চলে আসবে এবং এটিতে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করবেন। আবেদনপাত্রে প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করুন।
তথ্য | লিংক |
---|---|
MUSKAAN SCHOLARSHIP PROGRAM | muskaan.valvolinecummins.com |
আবেদন পৃষ্ঠা সরাসরি লিংক (Buddy4Study) | Apply Now → |
স্কলারশিপ এর আবেদন থেকে কোন কিছু জানার থাকলে 8447733263 – এই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারেন। এছাড়াও আমাদের পোর্টালে আরো নতুন নতুন স্কলারশিপের আপডেট ইতি মধ্যেই দেওয়া হয়েছে তোমরা চাইলে সেই প্রতিবেদনগুলিও একবার দেখে নিতে পারো।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |