Sunday, August 31, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

Land Registry New Rule...

Land Registry New Rule 2025: ভারতে সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো...

আট মাসে কুমিল্লার পদুয়ার...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এখন মানুষের কাছে যেন এক মৃত্যুফাঁদে পরিণত...

APAAR ID 2025 Online...

APAAR ID 2025 Online Apply: Academic Bank of Credits (ABC) আসলে এক ধরনের...

BODY EXHUMED FROM GRAVE:...

রঘুনাথগঞ্জ, 24 অগস্ট: দুইবারের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল গৃহবধূর দেহ। কলকাতা হাইকোর্টের...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

Post Office RD Scheme 2025: মাত্র ₹১,০০০ জমা করে পান ₹৭১,০০০ রিটার্ন!

Post Office RD Scheme 2025: অনেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় আর নিরাপদ বিনিয়োগের খোঁজে থাকেন। ব্যাংক, মিউচুয়াল ফান্ড বা শেয়ারের মতো জায়গায় ভালো রিটার্ন পাওয়া...

Most Popular

- Advertisement -
Homeচাকরি খবরBECIL Recruitment 2025: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় দপ্তরে চাকরি!

BECIL Recruitment 2025: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় দপ্তরে চাকরি!

BECIL Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অধীনে কাজের স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য এসেছে দারুণ সুখবর! বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অধীন BECIL (Broadcast Engineering Consultants India Limited) সংস্থা একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর – প্রত্যেক স্তরের প্রার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা পদ। ইতিমধ্যেই জুলাই মাসে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। যাঁরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ। তাই দেরি না করে জেনে নিন কোন কোন পদের জন্য আবেদনের সুযোগ রয়েছে এবং কীভাবে আবেদন করবেন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

যে সমস্ত পদে নিয়োগ করা হবে

  • ড্রাইভার,
  • মাল্টি টাস্কিং স্টাফ,
  • ডেটা এন্ট্রি অপারেটর,
  • GIS অপারেটর।
  • মোট শূন্য পদের সংখ্যা- ১৭ টি।

পদ অনুসারে মাসিক বেতন

এই নিয়োগে আবেদন করলে বেতনের দিক থেকেও মিলবে সন্তোষজনক সুবিধা। আলাদা আলাদা পদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো নির্ধারণ করেছে BECIL। যেমন – MTS পদে কর্মীরা প্রতি মাসে ₹১৯,৭৬০, ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ₹২৩,২১৮, ড্রাইভার ও GIS অপারেটর পদের জন্য ₹২৫,৫০৬ টাকা করে বেতন পাবেন। শুধু তাই নয়, এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী নানা অতিরিক্ত সুবিধা ও ভাতা-ও প্রদান করা হবে। তাই যারা ভালো বেতনের পাশাপাশি সরকারি সুবিধাও চান, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই চলবে, তাই অনেকেই এই সুযোগের জন্য উপযুক্ত। তবে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে থাকতে হবে প্রতি মিনিটে ৩০ থেকে ৪৫ শব্দ টাইপ করার দক্ষতা। পাশাপাশি কিছু পদের জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন, তাই যাঁরা গ্র্যাজুয়েট, তাঁরাও নিশ্চিন্তে আবেদন করতে পারেন। আরও স্পষ্টভাবে পদের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে চাইলে, নিচে দেওয়া লিঙ্ক থেকে আধিকারিক বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে ভুলবেন না।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

নিয়োগ পদ্ধতি

BECIL এর তরফে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই এই পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। মূলত চাকরি প্রার্থীদের একাডেমিক নম্বর এর উপর নির্ভর করেই এই নিয়োগটি হতে চলেছে। তাই এক্ষেত্রে বিপুল পরিমাণ চাকরিপ্রার্থীর কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে।

আবেদন পদ্ধতি

প্রত্যেককে চাকরিপ্রার্থীকে এই পদে শুধুমাত্র অফলাইন মাধ্যমেই আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। আবেদনের জন্য BECIL, নয়ডা এর ঠিকানায় আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে জমা করতে হবে। আবেদন পত্রটি নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি অবশ্যই সাধারণ এবং ওবিসি চাকরি প্রার্থীদের ২৯৫ টাকা আবেদন মূল্য হিসেবে ডিমান্ড ড্রাফ্ট করে তার রশিদ জমা করতে হবে। সমস্ত নথিপত্র এবং আবেদন পত্র একত্রিত করে ৩০/০৭/২০২৫ তারিখের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

Candidates can click on the link provided here to download the official

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন