WB School Exam 2025: এবার প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ!২০২৫ সাল থেকে প্রাথমিক স্তরের পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতিতে আসছে এক বড়সড় পরিবর্তন, যা সরাসরি প্রভাব ফেলবে ছাত্রছাত্রীদের পড়াশোনার অভ্যাস এবং শিক্ষকদের মূল্যায়নের পদ্ধতিতেও। এতদিন পর্যন্ত প্রতিটি স্কুল নিজস্বভাবে সামেটিভ (Summative) পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার থেকে দ্বিতীয় ও তৃতীয় সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রীয়ভাবে তৈরি করে দেবে।
WB School Exam 2025 নতুন নিয়ম
পর্ষদই তৈরি করবে প্রশ্নপত্র! নতুন নিয়ম কী বলছে?
এই সিদ্ধান্ত পড়ুয়া ও শিক্ষকদের পড়াশোনার মানোন্নয়নের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে:
- দ্বিতীয় সামেটিভ (আগস্ট) এবং তৃতীয় সামেটিভ (ডিসেম্বর) এর প্রশ্নপত্র পর্ষদ তৈরি করবে।
- প্রতিটি জেলার সমস্ত স্কুলে একই প্রশ্নপত্র পাঠানো হবে।
- প্রশ্নপত্র তৈরির সম্পূর্ণ খরচ বহন করবে পর্ষদ নিজেই।
- বিষয়ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার (Academic Calendar) অনুযায়ী পড়ানো ও মূল্যায়ন হবে।
সামেটিভ পরীক্ষার সময়সূচী
| পরীক্ষা | সময় | মন্তব্য |
|---|---|---|
| প্রথম সামেটিভ | মে-জুন | ইতিমধ্যেই সম্পন্ন |
| দ্বিতীয় সামেটিভ | আগস্ট | নতুন নিয়ম অনুযায়ী পর্ষদ প্রশ্নপত্র দেবে |
| তৃতীয় সামেটিভ | ডিসেম্বর | চূড়ান্ত মূল্যায়ন; প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ |
পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, “স্কুলগুলি নিজেরাই প্রশ্ন তৈরি করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে সমস্যা দেখা দেয়। তাই এবার থেকে রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, যাতে একটি নির্দিষ্ট মান বজায় রাখা যায়। এর ফলে পড়ুয়াদের কীভাবে অগ্রগতি হচ্ছে, সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে।”
সব খবর



