UPSC EPFO Recruitment: কেন্দ্র সরকারের প্রভিডেন্ট ফান্ড দপ্তরে আবারও এক বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ। UPSC সিভিল সার্ভিস পরীক্ষার সমতুল্য গ্রেডের এই পরীক্ষা প্রতি বছর হাজার হাজার প্রার্থী মুখিয়ে থাকেন, আর এবারে তাদের সেই অপেক্ষার অবসান ঘটল। এনফোর্সমেন্ট অফিসার (EO), অ্যাকাউন্টস অফিসার (AO) সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নারী-পুরুষ নির্বিশেষে নিয়োগ করা হবে। তাই আপনি যদি একটি স্থায়ী ও সম্মানজনক কেন্দ্রীয় সরকারী চাকরির সন্ধানে থাকেন, তাহলে আজই বিস্তারিত তথ্য জেনে নিন JKNEWS24 BANGLA-র এই প্রতিবেদনে!
সব খবর
Table of Contents
UPSC EPFO Recruitment
- নিয়োগ কারী সংস্থা- UPSC EPFO।
- পদের নাম- এনফোর্সমেন্ট অফিসার (EO), একাউন্টস অফিসার (AO) এবং অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (APFC)।
- মোট শূন্য পদের সংখ্যা- ২৩০ টি।
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা
দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ভারতের যেকোনো রাজ্য থেকে পুরুষ-নারী নির্বিশেষে সবাই EPFO পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য।
সব খবর
বয়স সীমা
EO/AO পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীরা ন্যূনতম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। অপরদিকে APFC পদে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন জানানোর সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। উভয় পদেই সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন
বর্তমানে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের নির্দেশ অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়। এই অনুযায়ী, নিযুক্ত কর্মীরা মাসিক ন্যূনতম ৯০,০০০ টাকার বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি
প্রভিডেন্ট ফান্ড অফিসার পদে নিয়োগ পেতে প্রথমে একটি সম্পূর্ণ MCQ ভিত্তিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের। এই পরীক্ষায় সফল হলে পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের জন্য ডাক পড়ে। ইন্টারভিউতে পাশ করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন হলে প্রার্থীদের অফিসার হিসেবে নিয়োগ দেয় UPSC।
আবেদন পদ্ধতি
বর্তমানে এই নিয়োগের জন্য একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আগামী ২৯ জুলাই ২০২৫ থেকে চাকরিপ্রার্থীরা UPSC EPFO পরীক্ষার জন্য আবেদন শুরু করতে পারবেন। আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
◉ Candidates can click on the link provided here to download the official notification | Apply For → |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |