BOB Recruitment 2025: ব্যাংকের চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর নিয়ে এসেছে ব্যাংক অফ বরোদা! ডিজিটাল ব্যাংকিং, সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি ও আইটি বিভাগের জন্য একাধিক পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। যেকোনো যোগ্য চাকরিপ্রার্থী এখন এই বিভাগগুলিতে আবেদন করে পেতে পারেন স্থায়ী চাকরির সুযোগ। JKNEWS24 BANGLA সবসময়ই আপনাদের সামনে নিয়ে আসে নির্ভরযোগ্য চাকরির আপডেট, তাই এবারেও আমরা বিস্তারিত তথ্য তুলে ধরেছি—আপনাকে শুধু পুরোটা ভালোভাবে পড়ে, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সব খবর
BOB Recruitment 2025:
ডিজিটাল ব্যাংকিং পরিষেবা
- গ্রেড- স্কেল ২।
- মোট শূন্যপদ- ৭ টি।
- বয়সসীমা- ন্যূনতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- ব্যাংকিং পরিষেবায় ন্যূনতম তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো প্রার্থী যারা ভারত সরকার, সরকারি সংস্থা বা AICTE স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করেছেন, তারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই B.E./B.Tech থাকতে হবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শাখায়। এছাড়াও MCA ডিগ্রীধারীরাও আবেদন করতে পারবেন।
সিনিয়র ম্যানেজার-ডিজিটাল প্রোডাক্ট
- গ্রেড- স্কেল ৩।
- মোট শূন্যপদ- ৬ টি।
- বয়স সীমা- ২৭ বছর থেকে ৩৭ বছর।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- ব্যাংকিং পরিষেবায় অন্ততপক্ষে ৬ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যাঁরা ভারত সরকার বা কোনও সরকারি সংস্থা/প্রতিষ্ঠান অথবা AICTE অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের স্বীকৃত ডিগ্রি অর্জন করেছেন, তাদের জন্য দারুণ সুযোগ। প্রার্থীদের B.E. বা B.Tech থাকতে হবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শাখায়। অথবা প্রার্থীর যদি MCA ডিগ্রি থাকে, তাও এই পদের জন্য যোগ্য হিসেবে গণ্য করা হবে।
সব খবর
ডিপার্টমেন্ট- সিকিউরিটি
- গ্রেড- স্কেল ১।
- মোট শূন্য পদ- ১৪ টি।
- বয়স সীমা- ২২ বছর থেকে ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা- ন্যাশনাল ফায়ার সার্ভিসেস কলেজ (NFSC) নাগপুর থেকে ফায়ার বিভাগে বি.ই. ডিগ্রি। অথবা, AICTE/ UGC দ্বারা অনুমোদিত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে অগ্নি প্রযুক্তি/ অগ্নি প্রকৌশল/ নিরাপত্তা এবং অগ্নি প্রকৌশলে চার বছরের পূর্ণকালীন স্নাতক ডিগ্রি (BTech/ BE অথবা সমমানের কোর্স)।
সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- যাঁরা PSU, PSB, কেন্দ্র বা রাজ্য সরকার, শহর ফায়ার ব্রিগেড, রাজ্য ফায়ার সার্ভিসেস, কর্পোরেট সংস্থা কিংবা বড় শিল্প কমপ্লেক্সে অগ্নি নিরাপত্তা ইনচার্জ বা ফায়ার অফিসার পদে কাজের অভিজ্ঞতা রেখেছেন, তাদের জন্য এই পদে আবেদন করার দারুণ সুযোগ রয়েছে। এক্ষেত্রে কমপক্ষে ১ বছরের সম্মিলিত অভিজ্ঞতা থাকতে হবে। তবে কর্পোরেট বা বৃহৎ শিল্প কমপ্লেক্সে যদি আপনি আগেই ফায়ার অফিসার বা অনুরূপ দায়িত্বে যুক্ত হয়ে থাকেন, তাহলে সেখানে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে।
ইনফরমেশন সিকিউরিটি
- গ্রেড- স্কেল ২।
- মোট শূন্যপদ- ৪ টি।
- বয়স সীমা- ন্যূনতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৩৪ বছর।
- বাধ্যতামূলক সার্টিফিকেট- CEH/ CompTIA সিকিউরিটি+/ CCNA।
শিক্ষাগত যোগ্যতা- যাঁরা কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন বিষয়ে ফুলটাইম বি.ই. বা বি.টেক করেছেন, তাঁদের জন্য এই চাকরির দারুণ সুযোগ রয়েছে। পাশাপাশি যাঁদের ফুলটাইম এমসিএ, এমএসসি (কম্পিউটার সায়েন্স), এমএসসি (আইটি) বা সাইবার সিকিউরিটিতে এমএসসি ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- আবেদনকারীর আইটি এবং/অথবা তথ্য সুরক্ষা (Information Security) ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, যার মধ্যে অন্তত ১ বছর তাঁকে সরাসরি তথ্য সুরক্ষা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত থাকতে হবে। এই অভিজ্ঞতা হতে পারে ব্যাংকিং, আর্থিক পরিষেবা ও বীমা (BFSI), নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC), ফিনটেক (FinTech) সংস্থা বা কোনও আইটি বহুজাতিক কর্পোরেশনের (MNC) সঙ্গে কাজ করার মাধ্যমে।
সিনিয়র ম্যানেজার-ইনফরমেশন সিকিউরিটি
- গ্রেড- স্কেল ৩।
- মোট শূন্যপদ- ৪।
- বয়স সীমা- ২৭ বছর থেকে ৩৭ বছর।
- বাধ্যতামূলক সার্টিফিকেট- CISSP/ CISM/ CISA।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তি (IT) বা ইলেকট্রনিক্স ও যোগাযোগ (Electronics & Communication) বিষয়ে পূর্ণকালীন বি.ই (B.E.) / বি.টেক (B.Tech) ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, যাঁদের পূর্ণকালীন এমসিএ (MCA), এমএসসি (কম্পিউটার সায়েন্স), এমএসসি (আইটি) অথবা সাইবার সুরক্ষা (Cyber Security) বিষয়ে এমএসসি ডিগ্রি রয়েছে, তাঁরাও সমানভাবে উপযুক্ত বলে বিবেচিত হবেন।
সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- যে প্রার্থীরা আবেদন করবেন, তাঁদের আইটি (IT) এবং/অথবা তথ্য সুরক্ষা (Information Security) ক্ষেত্রে অন্তত ৬ বছরের মোট অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ৩ বছর সরাসরি তথ্য সুরক্ষা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা থাকা জরুরি।
চিফ ম্যানেজার-ইনফরমেশন সিকিউরিটি
- গ্রেড- স্কেল ৪।
- মোট শূন্যপদ- ২ টি।
- বয়স সীমা- ৩০ বছর থেকে ৪০ বছর।
- বাধ্যতামূলক সার্টিফিকেট- CISSP/ CISM/ CISA।
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক্স ও যোগাযোগে পূর্ণকালীন বি.ই / বি.টেক অথবা, পূর্ণকালীন এমসিএ/ এমএসসি (কম্পিউটার বিজ্ঞান)/ এমএসসি (আইটি)/ সাইবার সুরক্ষায় এমএসসি ডিগ্রি।
সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- আবেদনকারীর আইটি এবং/ অথবা তথ্য সুরক্ষা ক্ষেত্রে ন্যূনতম ৯ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৬ বছর তথ্য সুরক্ষা ভূমিকায় থাকতে হবে।
ইনফরমেশন টেকনোলজি
- গ্রেড- স্কেল ২।
- মোট শূন্যপদ- ২ টি।
- বয়স সীমা- ২৪ বছর থেকে ৩৪ বছর।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর অবশ্যই কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তি, অথবা ইলেকট্রনিক্স ও যোগাযোগের ক্ষেত্রে পূর্ণকালীন বি.ই. বা বি.টেক ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- প্রার্থীর কারিগরি ও আইটি ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে স্টোরেজ ও ব্যাকআপ পরিচালনায় অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
সিনিয়র ম্যানেজার-তোরে অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ব্যাকআপ
- গ্রেড- স্কেল ৩।
- মোট শূন্যপদ- ২ টি।
- বয়স সীমা- ২৭ বছর থেকে ৩৭ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- পূর্ণকালীন বি.ই./ বি.টেক. কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে যথাযথ ডিগ্রী।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- কারিগরি এবং আইটি ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে স্টোরেজ এবং ব্যাকআপের ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীদের অবশ্যই www.bankofbaroda.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ইতোমধ্যে উল্লেখিত পদগুলির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। চাকরিপ্রার্থীরা আগামী ১২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে সহজেই আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রয়োজনীয় সকল নথিপত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করা বাধ্যতামূলক এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনমূল্য জমা দিতে হবে।
আবেদন মূল্য
- ই ডব্লিউ এস এবং ওবিসি প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
- এসসি, এসটি, পি ডব্লিউ ডি/ ডিইএসএম এবং মহিলাদের জন্য ১৭৫ টাকা।
◉ অনলাইনে আবেদন | Apply For → |
Candidates can click on the link provided here to download the official notification | Click |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |