LIC Vidyadhan Scholarship: বহু মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা চালিয়ে স্বনির্ভর জীবনের স্বপ্ন দেখলেও, তাদের পারিবারিক আর্থিক সমস্যাই সেই পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আশার কথা হলো, এই প্রতিভাবান পড়ুয়াদের পাশে দাঁড়াতে শুধু সরকারই নয়, বিভিন্ন প্রাইভেট ও সরকারি সংস্থাও স্কলারশিপের মাধ্যমে এগিয়ে আসছে। এমনই এক উদ্যোগ হলো “LIC HFL Vidyadhan Scholarship”, যা ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা এই স্কলারশিপের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, তাই আগ্রহী পড়ুয়াদের অনুরোধ—সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।
সব খবর
Table of Contents
LIC HFL Vidyadhan Scholarship 2025: এলআইসি বিদ্যাধন স্কলারশিপ
LIC-এর আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো LIC Housing Finance Limited (LIC HFL), যারা সাধারণত বাড়ি বানানোর জন্য আর্থিক লোন দিয়ে থাকে। তবে এবার তারা একটি দারুণ সামাজিক উদ্যোগে অংশ নিয়েছে—অর্থনৈতিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে তারা নিয়ে এসেছে “LIC HFL বিদ্যাধন স্কলারশিপ”। এই স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা কলেজে পড়া ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। উচ্চমাধ্যমিকে পড়া ছাত্রছাত্রীরা টানা দু’বছর এবং স্নাতক স্তরে পড়ুয়া ছাত্রছাত্রীরা তিন বছরের জন্য এই সুবিধা ভোগ করতে পারবেন।
HDFC Scholarship 2025: এইচডিএফসি দিচ্ছে ₹১৫,০০০ স্কলারশিপ
সব খবর
LIC Vidyadhan Scholarship সুবিধা
কোর্স বা শ্রেণি | সর্বোচ্চ সুবিধা |
---|---|
মাধ্যমিক পাশ (২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে) | ₹১০,০০০ |
উচ্চমাধ্যমিক পাশ (প্রথম বর্ষের কলেজ পড়ুয়া) | ₹২০,০০০ |
স্নাতকোত্তর (মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছে) | ₹২৫,০০০ |
স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা (Eligibility Criteria)
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, আবেদনকারীকে অন্তত দশম শ্রেণি পাশ হতে হবে। যদি কেউ স্নাতক স্তরে পড়ে, তবে তার দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া আবশ্যক, আর স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে কলেজ পাশ করা বাধ্যতামূলক। শিক্ষার্থীদের অবশ্যই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভারতের কোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদনকারীদের শেষ বার্ষিক পরীক্ষায় অন্তত ৬০% নম্বর থাকতে হবে। পাশাপাশি, পরিবারের বার্ষিক আয় যেন ৮ লাখ টাকার মধ্যে হয়, সেটাও বাধ্যতামূলক। এই স্কলারশিপে কিছু বিশেষ ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হয়—যেমন, মহিলা শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং যাঁরা তাদের পিতা, মাতা বা উভয়কেই হারিয়েছেন, তারা বিশেষভাবে বিবেচিত হবেন।
LIC HFL Vidyadhan Scholarship অনলাইনে আবেদন প্রক্রিয়া
আপনারা চাইলে একেবারে নিজের মোবাইল থেকেই সহজে এবং সম্পূর্ণ অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। কীভাবে করবেন? চলুন ধাপে ধাপে জেনে নিই —
১) প্রথমেই যেতে হবে LIC HFL ScholarsBox-এর অফিসিয়াল ওয়েবসাইটে। চিন্তার কিছু নেই, নিচে আমরা আবেদন করার সরাসরি লিঙ্ক দিয়ে দেব।
২) এরপর আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। লগইনের পর নিজের কোর্স অনুযায়ী সঠিক ক্যাটাগরি সিলেক্ট করুন।
৩) এরপর আবেদন করার জন্য যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, সেগুলো স্ক্যান করে আপলোড করে দিন।
সবশেষে, সাবমিট করার আগে ‘প্রিভিউ’ অপশনে ক্লিক করে একবার দেখে নিন আপনার ফর্মটি ঠিকঠাক ভর্তি হয়েছে কিনা। যদি কোথাও কোনও ভুল বা ত্রুটি থাকে, তাহলে সেটা ঠিক করে তারপর সাবমিট করুন।
বিষয় | তথ্য বা লিংক |
---|---|
আবেদন শুরুর তারিখ | বর্তমানে আবেদন চলছে |
ফর্ম ফিলাপের শেষ তারিখ | ১৫ আগস্ট ২০২৫ |
অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট | Apply Now → |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |