Krishak Bandhu Payment 2025: আজ থেকে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফোটাতে ফের একবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আওতায় চলতি খরিফ মরশুমের টাকা পাঠানো শুরু হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আজ বীরভূম জেলার এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নতুন সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। সেই মঞ্চ থেকেই বোতাম টিপে তিনি শুরু করেন কৃষক বন্ধু প্রকল্পের অর্থ স্থানান্তরের প্রক্রিয়া।
সব খবর
Krishak Bandhu Payment 2025
আজ থেকে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় খরিফ মরশুমের টাকা পাঠানো শুরু করলো রাজ্য সরকার। আজ বীরভূম জেলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নতুন সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। আর সেই মঞ্চ থেকেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জন্য প্রতীক্ষিত কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাঠানো প্রক্রিয়া শুরু করলেন বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নতুন সংস্করণে রাজ্যের কৃষকদের জন্য বড়সড় সুখবর! চলতি খরিফ মরশুমে এই প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৯ লক্ষের বেশি কৃষক ও বর্গাদারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২৯৩০ কোটি টাকা পাঠানো হচ্ছে। আজ থেকেই ধাপে ধাপে প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে বলে জানানো হয়েছে।
সব খবর
কৃষক বন্ধু’ নতুন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে আর্থিক সহায়তার দারুণ সুযোগ। এই প্রকল্পে প্রতি কৃষককে সর্বাধিক ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। তবে পুরো টাকা একবারে নয়, দুটি কিস্তিতে—রবি মরশুম ও খরিফ মরশুমে—সরকার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাঠিয়ে দেয়।
‘কৃষক বন্ধু’ নতুন প্রকল্পের সুবিধা নিতে হলে, প্রথমেই আপনাকে নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে—এটাই এই প্রকল্পের প্রধান শর্ত। এরপর নিকটবর্তী কৃষি অফিস বা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়েই আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। একবার আবেদন গ্রহণ হলে, পরবর্তী কিস্তি থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পর, আবেদনের স্ট্যাটাস/স্থিতি জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে করে। এরপর সেখান থেকে আবেদনের স্থিতি যাচাই করে আপনাকে জানিয়ে দিবে, আপনার আবেদন বর্তমান কোন পর্যায়ে রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |