EPFO Recruitment 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের এক খুশির খবর! কেন্দ্রীয় সরকারি চাকরির স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের জন্য UPSC-এর তরফে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এবার একাধিক শূন্যপদে নিয়োগ হবে এবং বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে আবেদন করা যাবে। আপনি যদি এখনো এই নিয়োগ সম্পর্কে না জেনে থাকেন, তাহলে jknews24 BANGLA-র আজকের এই প্রতিবেদনে আপনি বিস্তারিত ও স্পষ্ট তথ্য পেয়ে যাবেন। প্রতিটি পদের শর্তাবলী, আবেদনের প্রক্রিয়া ও শেষ তারিখ নিয়ে পরিষ্কার ধারণা পাবেন এখানে। তাই আর দেরি না করে, ভালোভাবে সবকিছু পড়ে নিন এবং উপযুক্ত মনে হলে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন!
EPFO Recruitment 2025
এনফোর্সমেন্ট অফিসার/ অ্যাকাউন্টস অফিসার
- নিয়োগকারী সংস্থা- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)
- পদের নাম- এনফোর্সমেন্ট অফিসার/ অ্যাকাউন্টস অফিসার।
- মোট শূন্যপদ- ১৫৬ টি।
- বেতনক্রম- বেতন হবে ৭তম সিপিসি এবং পে মেট্রিক্স লেভেল ৮ অনুযায়ী।
বয়সসীমা
সাধারণ এবং ইডব্লিউএস আবেদনকারীদের জন্য ৩০ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩৩ বছর, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য ৩৫ বছর এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে এই পদের জন্য আবেদন জানাতে পারেন। এখানে বিষয়ভিত্তিক কোনো বাধ্যবাধকতা নেই, তাই আপনার ডিগ্রি যেকোনো বিষয়ে হলেও আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (APFC)
- মোট শূন্যপদ- ৭৪ টি।
- বেতনক্রম- বেতন হবে ৭তম সিপিসি এবং পে ম্যাট্রিক্স লেভেল ১০ অনুযায়ী।
বয়সসীমা
আবেদনকারীদের বয়সসীমা নিয়ে পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি। সাধারণ এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ওবিসি প্রার্থীদের জন্য বয়সসীমা কিছুটা ছাড় দিয়ে ৩৮ বছর পর্যন্ত করা হয়েছে। এসসি প্রার্থীরা ৪০ বছর বয়স পর্যন্ত এবং এসটি প্রার্থীরা ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও, যাঁরা PwD (দিব্যাঙ্গ) ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তাঁদের জন্য সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শুধু স্নাতক ডিগ্রি থাকলেই চলবে না—এর পাশাপাশি আবেদনকারীর কোম্পানি আইন, লেবার আইন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।
অন্যান্য যোগ্যতা
উভয় পদের ক্ষেত্রেই যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে রয়েছে এনফোর্সমেন্ট (বিধি প্রয়োগ), রিকভারি (বকেয়া আদায়), অ্যাকাউন্টস (হিসাবনিকাশ), অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসনিক কাজ), ক্যাশ হ্যান্ডলিং, লিগাল কাজকর্ম, পেনশন সংক্রান্ত দায়িত্ব এবং কম্পিউটার-সংক্রান্ত নানা কাজ। এর পাশাপাশি, প্রশাসনিক এবং আর্থিক বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সামলানোর দায়িত্বও থাকবে প্রার্থীদের কাঁধে।
আবেদন মূল্য
একটি পদে আবেদনের জন্যে ২৫/- টাকা এবং উভয় পদে আবেদনের জন্য ৫০/- টাকা। মহিলা প্রার্থী, এসসি/এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরকম আবেদন ফী দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের প্রথমে CRT বা লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর সফল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এই দু’টি ধাপ মিলিয়েই হবে চূড়ান্ত মেধা তালিকা তৈরি—যেখানে CRT পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ ও ইন্টারভিউর ২৫ শতাংশ নম্বরকে ভিত্তি হিসেবে ধরা হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, CRT পরীক্ষায় এক-তৃতীয়াংশ নেগেটিভ মার্কিং রয়েছে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের UPSC -এর এই লিংকে https://upsconline.nic.in অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের অনলাইন আবেদনে সমস্ত বিবরণ সাবধানতার সাথে পূরণ করতে হবে, কারণ ভুল তথ্য বাতিল হতে পারে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ আগস্ট, ২০২৫।
◉ অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদনের সরাসরি লিংক | Apply For → |
Candidates can click on the link provided here to download the official | LINK HERE |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |