আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

আজকের আবহাওয়া: মৌসুমী অক্ষরেখার কারণে ৫ জেলায় লাল সতর্কতা জারি!

আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া: নিম্নচাপ, অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত—এই ত্র্যহস্পর্শে বিগত কয়েকদিন ধরে বাংলাজুড়ে চলছিল প্রবল বৃষ্টিপাত। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল বহু এলাকা, বিশেষ করে কলকাতা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল। তবে স্বস্তির খবর, আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির বিরতি মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিপদের ইঙ্গিত এবার উত্তরবঙ্গে—সেখানে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ থেকেই প্রবল বৃষ্টি শুরু হতে পারে, সঙ্গে রয়েছে ভূমিধসের সম্ভাবনাও। প্রশাসন ইতিমধ্যেই পর্যটক ও স্থানীয়দের জন্য জারি করেছে সতর্কতা। তাহলে চলুন, এক নজরে দেখে নিই আজকের (শনিবার) আবহাওয়ার খুঁটিনাটি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আগস্ট মাসের দ্বিতীয় দিনে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুরের বুলেটিন অনুযায়ী,  শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। এ ছাড়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার—এই পাঁচ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা, কারণ সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ফলে, স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আগামীকালের আবহাওয়া

রবিবার অর্থাৎ ছুটির দিনে কেমন থাকবে বাংলার আবহাওয়া? এদিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জন্য লাল-কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়, কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া বৃষ্টির তাণ্ডব চলবে উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, নদীয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now