Monday, November 17, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...

শীতে বিরতি? সাগরে তৈরি...

শুরুতে আচমকাই যে কাঁপুনি ধরানো ঠান্ডা নেমে এসেছিল, তাতে অনেকেই ভেবেছিলেন—এবার বুঝি...

শিলিগুড়িতে চিতাবাঘ হামলা, শৌচালয়ে...

ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri News)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতা ঘুমঘোরে শৌচালয়ে...
Homeপ্রকল্পসরকারি প্রকল্পAadhaar Card Update: 14 জুন পর্যন্ত বিনামূল্যে আপডেট করুন আপনার আধার কার্ড!

Aadhaar Card Update: 14 জুন পর্যন্ত বিনামূল্যে আপডেট করুন আপনার আধার কার্ড!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার বিশেষ সুযোগ দিচ্ছে ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI)। ফলে আধার কার্ড ব্যবহারকারীদের জন্য এটি যে একটি দারুণ সুযোগ, তা আর বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, ১৪ জুন ২০২৫ পর্যন্ত নির্দিষ্ট কিছু তথ্য বিনামূল্যে আপডেট করার সুযোগ মিলবে। এই সুবিধার ফলে ব্যবহারকারীরা অর্থ সাশ্রয় করতে পারবেন এবং দীর্ঘ লাইন এড়িয়ে বাড়ি বসেই অনলাইনের মাধ্যমে তথ্য আপডেট করা যাবে।

Aadhaar Card Update: করা কেন জরুরি?

আজকের দিনে আধার কার্ড শুধু একটা পরিচয়পত্র নয়, বরং এটা আমাদের দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ কাজে অপরিহার্য হয়ে উঠেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সরকারি ভর্তুকি পাওয়া, বা বিভিন্ন KYC প্রক্রিয়ায় আধার ছাড়া এক কদমও এগোনো মুশকিল।

কিন্তু যদি আধার কার্ডে থাকা নাম, জন্মতারিখ বা ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য ভুল থাকে, তাহলে সেই ভুল ভবিষ্যতে বড় সমস্যা ডেকে আনতে পারে। অনেক সময় পরিষেবা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তাই যদি এখনই দেখে নেন আপনার আধার কার্ডে সব তথ্য ঠিক আছে কিনা, আর ভুল কিছু পেলে নির্ধারিত সময়ের মধ্যেই তা ঠিক করে নেন, তাহলে ভবিষ্যতের ঝামেলা এড়ানো যাবে।

কী কী তথ্য আপডেট করা যাবে?

UIDAI-এর এই বিনামূল্যে আপডেট পরিষেবার মাধ্যমে আপনি খুব সহজেই myAadhaar পোর্টালের মাধ্যমে আপনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করতে পারবেন। এর মধ্যে রয়েছে—নাম কিছু ছোটখাটো পরিবর্তন, জন্মতারিখ (কিছু শর্তের অধীনে), ঠিকানা এবং লিঙ্গ। এই সুবিধা পেয়ে আপনি আপনার আধার তথ্য সর্বদা সঠিক ও আপডেটেড রাখতে পারবেন, আর সেটা একদম ফ্রি!

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

বিনামূল্যে আধার আপডেট করবেন কীভাবে?

আপনার আধার কার্ডের তথ্য বিনামূল্যে আপডেট করতে প্রথমেই যেতে হবে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে। সেখানে গিয়ে “লগইন” অপশনে ক্লিক করুন। এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোড দিন। এর পরে, আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে, সেটি দিয়ে লগইন করুন।

লগইন করার পর, উপরের ডানদিকে থাকা “Document Update” অপশনে ক্লিক করুন। তারপর আপনি যেই তথ্য পরিবর্তন করতে চান সেটা নির্বাচন করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন। ডকুমেন্টের ফাইল সাইজ অবশ্যই ২ এমবি’র নিচে হতে হবে এবং JPEG, PNG অথবা PDF ফরম্যাটে থাকতে হবে।

আইডেন্টিটি এবং ঠিকানার প্রমাণপত্র আপলোড করার পর, সব তথ্য ভালো করে যাচাই করে সাবমিট করে দিন। এভাবেই খুব সহজে আপনি আপনার আধার তথ্য আপডেট করে নিতে পারবেন, তা-ও সম্পূর্ণ বিনামূল্যে।

কোন কোন নথি লাগবে আধার আপডেটের জন্য?

আধার আপডেট করার সময় আপনার প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের স্ক্যান কপি, যেমন পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, বা ব্যাঙ্ক পাসবুক। এই নথিগুলির যে কোনো একটির স্ক্যান কপি আপলোড করলেই আপডেট করার কাজ সম্পন্ন করা যাবে।

তবে, যদি আপনি বায়োমেট্রিক তথ্য — যেমন আঙুলের ছাপ, ছবি বা চোখের স্ক্যান — আপডেট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে। সেখানে গিয়ে নির্ধারিত ফি দিয়ে এই পরিবর্তন করাতে হবে।

একটি ভালো খবর হলো, UIDAI বর্তমানে সীমিত সময়ের জন্য একটি বিনামূল্যের পরিষেবা চালু করেছে, যা আধার কার্ড ব্যবহারকারীদের জন্য দারুণ সুযোগ। যারা এখনও তাদের আধার তথ্য আপডেট করেননি বা ভুল তথ্য রয়েছে, তারা ১৪ জুনের আগেই এই সুবিধা কাজে লাগিয়ে ঘরে বসেই সহজে এবং বিনামূল্যে আধার কার্ড আপডেট করে নিতে পারেন।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -