Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...
Homeপ্রকল্পসরকারি প্রকল্পআধার কার্ডের নতুন নিয়মে বড় পরিবর্তন! না মানলে হতে পারে বিপদ

আধার কার্ডের নতুন নিয়মে বড় পরিবর্তন! না মানলে হতে পারে বিপদ

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সিম কার্ড কেনা—আধার কার্ড ছাড়া আজকাল প্রায় কিছুই সম্ভব নয়। তাই আধার সংক্রান্ত কোনও পরিবর্তন মানেই তা সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। এবার আধার কার্ড সম্পর্কিত তিনটি বড় নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সরকার (Aadhaar Card Update)। এই নতুন নিয়মগুলির ফলে আধার-নির্ভর বিভিন্ন পরিষেবার পদ্ধতি বদলে যাবে সম্পূর্ণভাবে। ফলে, যাঁরা দৈনন্দিন জীবনে আধার ব্যবহার করেন, তাঁদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কী নতুন নিয়ম চালু হচ্ছে এবং কীভাবে তা আপনার জীবনে প্রভাব ফেলবে, দেখে নিন বিস্তারিতভাবে।

আধার কার্ডের নতুন নিয়মে বড় পরিবর্তন!(Aadhaar Card Update)

অনলাইন আপডেটে সুবিধা: এখন থেকে আধার কার্ডের নাম, ঠিকানা, জন্মতারিখ এবং মোবাইল নম্বরের মতো তথ্য উপভোক্তারা ঘরে বসেই অনলাইনে আপডেট করতে পারবেন (Aadhaar Card Update)। অর্থাৎ, এই পরিবর্তনের জন্য আর আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। তবে, যদি বায়োমেট্রিক তথ্য—যেমন আঙুলের ছাপ বা আইরিস—পরিবর্তনের দরকার হয়, সেক্ষেত্রে আধার কেন্দ্রে যেতে হবে। এই নতুন ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আরও সহজ ও সময়সাশ্রয়ী হতে চলেছে।

আপনার কী কী সুবিধা হবে?: এই নতুন ব্যবস্থার ফলে এখন অতিরিক্ত যাতায়াতের খরচ, সময়ের অপচয় এবং নথিপত্রের ঝামেলা অনেকটাই কমে যাবে। আপনি যে তথ্যগুলি পরিবর্তন করবেন, সেগুলি সম্পূর্ণ সুরক্ষিতভাবে এবং দ্রুততার সঙ্গে আপডেট হবে। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে—আপনার মোবাইল নম্বর ও ই-মেল আইডি আগে থেকেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, না হলে অনলাইন আপডেট প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।

প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক: নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে (Aadhaar Card Update)। যদি লিঙ্ক করা না থাকে, তাহলে আগামী ১ জানুয়ারি থেকে তাঁদের প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। নয়া প্যান কার্ডের জন্য আবেদন করার সময় আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

আপডেট ফি: আধার আপডেটের ফি-তেও আনা হয়েছে পরিবর্তন (Aadhaar Card Update)। এখন থেকে নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর বা ই-মেল আইডির মতো তথ্য (ডেমোগ্রাফিক আপডেট) সংশোধন করতে খরচ হবে ৭৫ টাকা। অন্যদিকে, বায়োমেট্রিক আপডেট—যেমন আঙুলের ছাপ, আইরিস বা ছবি পরিবর্তন করতে খরচ হবে ১২৫ টাকা। শিশুদের (৫-৭ বছর এবং ১৫-১৭ বছর বয়সীদের) ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট এখনও সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। এছাড়া হোম এনরোলমেন্ট পরিষেবার ক্ষেত্রেও নতুন ফি নির্ধারণ করা হয়েছে—প্রথম ব্যক্তির জন্য ৭০০ টাকা এবং প্রতিটি অতিরিক্ত ব্যক্তির জন্য ৩৫০ টাকা।

আপনার আধারের বিবরণ (নাম, ঠিকানা, মোবাইল) এখনই পরীক্ষা করে নিন। অবিলম্বে প্যান-আধার লিঙ্ক করুন। ফি এবং আপডেট প্রক্রিয়াটি আগে থেকে পড়ে নিন যাতে কোনো আকস্মিক সমস্যা না হয়। ব্যাঙ্ক, মিউয়াল ফান্ড বা অন্যান্য পরিষেবা প্রদানকারীকে আপনার আপডেট করা আধার এবং প্যান-এর তথ্য দিন। এইভাবে আপনি নতুন নিয়মগুলির মধ্যে সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিচয় ও আর্থিক পরিষেবাগুলির সুবিধা নির্বিঘ্নে নিতে পারবেন।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -