PINKY KHAN, কলকাতাঃ আপনার কাছেও কি আধার কার্ড আছে? আর মোবাইল নম্বর কীভাবে আপডেট করবেন তা ভেবে চিন্তায় আছেন? তাহলে নিশ্চিন্ত হোন (Aadhaar Mobile Number Update)। এখন আধারে মোবাইল নম্বর আপডেট করতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানো বা ঝামেলাপূর্ণ কাগজপত্রের দরকার নেই। ডিজিটাল পরিষেবার এই সময়ে UIDAI এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB) মিলিতভাবে প্রক্রিয়াটিকে অনেকটাই সহজ করে দিয়েছে। এখন আপনি চাইলে আপনার নিকটতম পোস্ট অফিসে গিয়েই বা আপনার পোস্টম্যান কিংবা গ্রামীণ ডাক সেবকের সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই আধারে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।
আধারে মোবাইল নম্বর আপডেট (Aadhaar Mobile Number Update)
বিনা কোনও ডকুমেন্ট জমা দিতেই এখন আধারে মোবাইল নম্বর আপডেট করা সম্ভব—শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। UIDAI এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের উদ্যোগে পুরো প্রক্রিয়াটাই এখন অনেক সহজ ও ঝামেলাহীন। শুধু নিকটবর্তী পোস্ট অফিসে যাওয়া বা আপনার পোস্টম্যান/গ্রামীণ ডাক সেবকের সাহায্য নেওয়াই যথেষ্ট। কয়েক মিনিটের মধ্যেই আপনার নতুন মোবাইল নম্বর আধারে আপডেট হয়ে যাবে, আর কোনও ফর্ম বা আলাদা কাগজপত্রের দরকার পড়বে না।
সবচেয়ে বড় সুবিধা হল, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের এই নতুন পরিষেবা শুধু শহরেই নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পাওয়া যাচ্ছে। ফলে যাদের পুরোনো মোবাইল নম্বর বন্ধ হয়ে গেছে বা তারা আর সেই নম্বর ব্যবহার করেন না, তাদের জন্য এই সুবিধা সত্যিই দারুণ কাজে দেবে। এমন পরিস্থিতিতে নতুন নম্বর আধারে আপডেট করাটা জরুরি হয়ে পড়ে। আগে যেখানে এই কাজ করতে গিয়ে প্রচুর ঝামেলা, লম্বা লাইন আর কাগজপত্রের ঝক্কি সামলাতে হত, এখন পুরো প্রক্রিয়াই হয়ে গেছে সহজ, দ্রুত এবং ডিজিটাল। শুধু কাছের পোস্ট অফিস বা পোস্টম্যানের সাহায্য নিলেই কয়েক মিনিটে কাজ সেরে ফেলা সম্ভব।
কিভাবে আপডেট করবেন?
আপনার এলাকার আধার সেবা কেন্দ্র যদি অনেক দূরে হয়, তাহলে চিন্তার কোনও কারণ নেই—নিকটতম ডাকঘরেই এখন মোবাইল নম্বর আপডেট করা যায়। চাইলে সরাসরি ডাকঘরে যেতে পারেন, অথবা আপনার ডাকপিয়ন কিংবা গ্রামীণ ডাক সেবক (GDS)-এর সাথেও যোগাযোগ করতে পারেন। তারা সেখানেই আপনার আঙুলের ছাপ নিয়ে পরিচয় যাচাই করবে এবং কয়েক মিনিটের মধ্যেই আপনার মোবাইল নম্বর আধারে আপডেট করে দেবে। আর যদি আধারে যুক্ত আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি ঠিক আছে কি না যাচাই করতে চান, তবে সহজেই MyAadhaar পোর্টালে গিয়ে (myaadhaar.uidai.gov.in/verify-email-mobile) কয়েক সেকেন্ডেই তা চেক করতে পারবেন।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!









