Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...
Homeচাকরি খবরএইমসে BSc Nursing বা Paramedical পড়তে চাও? সমস্ত তথ্য এক নজরে

এইমসে BSc Nursing বা Paramedical পড়তে চাও? সমস্ত তথ্য এক নজরে

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

BSc Nursing: অনেকে ভাবেন ডাক্তারি মানেই শুধু NEET পরীক্ষার মাধ্যমে MBBS কোর্স। কিন্তু আসলে ডাক্তারি শিক্ষার সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে—যেমন নার্সিং (Nursing), প্যারামেডিকেল (Paramedical) এবং আরও বিভিন্ন স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রশিক্ষণ। ঠিক যেমন রাজ্যের মেডিকেল কলেজে নার্সিং ও প্যারামেডিকেল পড়ানো হয়, তেমনই AIIMS (All India Institute of Medical Sciences)- থেকেও এই কোর্সগুলিতে পড়াশোনা করার সুযোগ রয়েছে। আজকের প্রতিবেদনে আমরা সেইসব বিস্তারিত তথ্য তুলে ধরছি।

AIIMS BSc Nursing & Paramedical Exam কী?

AIIMS শুধু নিজস্ব মেডিকেল ডিগ্রিই নয়, B.Sc. (Hons.) Nursing এবং Paramedical Courses-এ ভর্তি হওয়ার জন্যও আলাদা পরীক্ষা আয়োজন করে। তাই যারা NEET কোয়ালিফাই করা কঠিন মনে করছেন, তারাও একইভাবে প্রস্তুতি নিয়ে AIIMS Nursing & Paramedical Entrance Exam দিতে পারবেন। এটি ডাক্তারি শিক্ষায় প্রবেশের আরও একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত।

বিষয়তথ্য
পরীক্ষা নামAIIMS B.Sc. Nursing & Paramedical Entrance Exam
আয়োজনকারী প্রতিষ্ঠানAIIMS New Delhi ও অন্যান্য অংশগ্রহণকারী AIIMS
কোর্সB.Sc. (Hons.) Nursing, Paramedical Courses
যোগ্যতা10+2 (Physics, Chemistry, Biology, English সহ) ন্যূনতম 55% নম্বর (SC/ST/OBC-এ কিছু ছাড় রয়েছে)
আবেদনের মাধ্যমOnline Application (AIIMS Exam Portal)
পরীক্ষার ধরনComputer Based Test (CBT)

অংশগ্রহণকারী AIIMS

বর্তমানে শুধু AIIMS New Delhi নয়, সারা দেশে আরও বেশ কিছু নতুন AIIMS থেকে এই নার্সিং ও প্যারামেডিকেল কোর্স চালু হয়েছে। বিভিন্ন শাখাতে বিভিন্ন স্পেশালাইজেশন এবং ডিগ্রি দেওয়া হয়।

ক্র. নংAIIMS নামক্র. নংAIIMS নাম
1New Delhi10Bilaspur
2Rishikesh11Nagpur
3Bhopal12Mangalagiri
4Bathinda13Patna
5Bhubaneswar14Bibinagar
6Kalyani (WB)15Raebareli
7Deoghar16Guwahati
8Gorakhpur17Jammu
9Jodhpur18Raipur

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

যদিও আবেদন একটি মাত্র করতে হয়, AIIMS এই দুই বিভাগের—Nursing এবং Paramedical—কোর্সের জন্য আলাদা আলাদা পরীক্ষা গ্রহণ করে। সব কোর্সের পরীক্ষাই Online Mode-এ, অর্থাৎ Computer Based Test (CBT) হিসেবে অনুষ্ঠিত হয়।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

B.Sc. Nursing (Basic)

এই কোর্স মূলত ফ্রেশ 10+2 Science (PCB + English) পাশ করা ছাত্রছাত্রীদের জন্য। এটি মূলত নার্সিং শিক্ষাদান এবং হাসপাতাল প্র্যাকটিসের ওপর গুরুত্ব দেয়। পড়াশোনা শেষ হলে ছাত্রছাত্রীরা Registered Nurse হিসেবে হাসপাতাল, ক্লিনিক বা অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন।

Para Medical Courses

এই কোর্সে পড়াশোনা হয় ল্যাব টেকনোলজি, রেডিওলজি, ফিজিওথেরাপি, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান ইত্যাদি বিষয়ে। যারা হাসপাতাল বা চিকিৎসা সেবা ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়ক হিসেবে কাজ করতে চান, তাদের জন্য এটি বিশেষভাবে উপযোগী। পড়াশোনা শেষ হলে ছাত্রছাত্রীরা হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিভিন্ন প্যারামেডিক্যাল পদে চাকরি পেতে পারেন।

AIIMS BSc Nursing & Paramedical পরীক্ষা সিলেবাস

AIIMS Nursing ও Paramedical পরীক্ষার সিলেবাস মূলত ক্লাস 11 ও 12-এর NCERT বইয়ের Physics, Chemistry এবং Biology-এর ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ, যারা ইতিমধ্যেই NEET UG Medical-এর প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য আলাদা করে কোনো বাড়তি পড়াশোনার প্রয়োজন নেই।

বিষয়তথ্য
পরীক্ষার ধরণঅনলাইন (Computer Based Test – CBT)
প্রশ্নের ধরণObjective Type (MCQ – Multiple Choice Questions)
মোট প্রশ্ন সংখ্যাপ্রায় 100 প্রশ্ন (প্রতিটি কোর্সে কিছুটা ভিন্ন হতে পারে)
প্রতিটি প্রশ্ন1 নম্বর
Negative Markingভুল উত্তরে -⅓ নম্বর কাটা যাবে
পরীক্ষার সময়কাল90 মিনিট থেকে 120 মিনিট (কোর্স অনুযায়ী)
ভাষাইংরেজি (English)

Form Fill-up থেকে Result পর্যন্ত Timeline

ধাপসম্ভাব্য সময়
Online Registration শুরুফেব্রুয়ারি (2nd week)
Registration শেষমার্চ (3rd week)
Correction Windowএপ্রিল (1st week)
Admit Card প্রকাশমে (3rd week)
Exam Date (Course অনুযায়ী)জুন 2026
Result, Seat Allocation & Final Admission Processজুলাই-আগস্ট

অফিসিয়াল গুরুত্বপূর্ণ লিংক

AIIMS B.Sc Courses Entrance Examination
BSc Course List & Details (আগের বছরের বুলেটিন)
↓ Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট →https://bsccourses.aiimsexams.ac.in/

সবাই ভাবে ডাক্তারি মানেই শুধু MBBS ও NEET, কিন্তু বাস্তবে স্বাস্থ্যক্ষেত্রে আরও অনেক সুযোগ রয়েছে। AIIMS Nursing ও Paramedical Courses সেই সুযোগেরই এক বড় উদাহরণ। যাদের AIIMS পড়াশোনার স্বপ্ন রয়েছে, তারা এই পরীক্ষায় বসে নিজেদের স্বপ্নপূরণ করতে পারে। তাই দেরি না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করো।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -