আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার অন্যান্য

Amader Para Amader Samadhan: “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পে কী কী সুবিধা মিলবে?

Published : August 5, 2025

Amader Para Amader Samadhan: পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবং তাঁদের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান করার উদ্দেশ্যে এক নতুন উদ্যোগ নিয়েছে, যার নাম “আমাদের পাড়া, আমাদের সমাধান”। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রতিটি গ্রাম বা পাড়ার নিজস্ব সমস্যা স্থানীয় পর্যায়ে চিহ্নিত করে, দ্রুততার সঙ্গে তার সমাধান করা। রাস্তা খারাপ হওয়া, পানীয় জলের সমস্যা, স্ট্রিট লাইট নষ্ট থাকা, ড্রেনেজ ব্যবস্থা বিঘ্ন হওয়া—এই ধরনের ছোট হলেও গুরুত্বপূর্ণ সমস্যাগুলি যাতে দীর্ঘদিন ঝুলে না থাকে, সেজন্যই এই উদ্যোগ। আজকের প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই জানতে পারেন কীভাবে তাঁরা এই সুবিধা পেতে পারেন।

Amader Para Amader Samadhan 2025

“আমাদের পাড়া, আমাদের সমাধান!” কর্মসূচির মূল লক্ষ্যই হলো – পাড়ার বা এলাকার ছোট ছোট সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করা। বড় প্রকল্পের জন্য যেমন আগেই ব্যবস্থা ছিল, ঠিক তেমনই ছোটখাটো সমস্যা—যেমন রাস্তা খারাপ, ড্রেন বন্ধ, পানীয় জলের অসুবিধা বা লাইট খারাপ—এইসব বিষয়গুলো অনেক সময় দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকত। যার ফলে সেই নির্দিষ্ট এলাকার মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। এখন এই কর্মসূচির মাধ্যমে এমন সমস্যা চিহ্নিত করে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে যত দ্রুত সম্ভব তার সমাধান করা হবে। বলা যায়, মানুষের দোরগোড়ায় গিয়ে সমস্যার সমাধান করার লক্ষ্যেই এই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে।

কর্মসূচির সময়সীমা (Duration)

আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি! আগামী ২ই আগস্ট থেকে শুরু হবে এবং এরপর ৬০ দিন ক্যাম্প হবে এবং তারপর ৩০ দিন প্রশাসনিক মূল্যায়ন অর্থাৎ এই কর্মসূচির মোট সময়সীমা হলো ৯০ দিন। এই কর্মসূচি চলবে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত এর মধ্য পুজোর সময় ১৫ দিন বন্ধ থাকবে এই কর্মসূচির কাজ। প্রতিটি বুথে এই কর্মসূচি ক্যাম্প শুরু হবে সকাল ৯টা এবং এই ক্যাম্প চলবে দুপুর ১২:৩০ পর্যন্ত।

কর্মসূচির বাজেট (Budget)

রাজ্য সরকার এই কর্মসূচির জন্য মোট ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এক্ষেত্রে প্রতিটি বুথের জন্য মোট ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, এ রাজ্যে প্রায় ৮০,০০০-এর বেশি পোলিং বুথ রয়েছে। প্রতিটি বুথ এই ১০ লক্ষ টাকা কিভাবে ব্যবহার করবে তা ঠিক করবে সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষের সমস্যার ভিত্তিতে এই ১০ লক্ষ টাকা সঠিকভাবে ব্যবহার করা হবে।

কিভাবে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে?

মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ৩টি বুথ মিলিয়ে একটি ক্যাম্প বা শিবির করা হবে। তবে কলকাতা পৌরসভার ক্ষেত্রে ২টি বুথ নিয়ে একটি ক্যাম্প হবে। গোটা বাংলা জুড়ে প্রায় ২৭ হাজারেরও বেশি ক্যাম্প বসানো হবে, যেখানে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শোনা হবে। প্রতিটি ক্যাম্পের দায়িত্বে থাকবেন একাধিক অভিজ্ঞ সরকারি আধিকারিক। তাঁরা গ্রামে গ্রামে কিংবা শহরের প্রতিটি পাড়ায় গিয়ে গ্রাউন্ড লেভেলে মানুষের সঙ্গে কথা বলবেন, তাঁদের সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। এরপর সেই সমস্যাগুলিকে খতিয়ে দেখে দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া হবে। এক কথায়, সরকার এবার মানুষের দরজায় গিয়ে তাঁদের সমস্যা শুনে, সেই অনুযায়ী সমাধানের পথ খুঁজবে — এটাই এই উদ্যোগের মূল চেহারা।

তথ্যলিংক
Amader Para Amader Samadhanপশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালhttps://ds.wb.gov.in/Portal.aspx

Join WhatsApp

Join Now

Leave a Comment