শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে (Andhra Pradesh Bus Fire)। কুর্নুলে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জনের প্রাণহয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। বাসটিতে দুই চালকসহ মোট ৪০ জন আরোহী ছিলেন। নিহত এবং আহতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় পুরো দেশ স্তম্ভিত।
বাসের আগুনে ঝলসে মৃত কমপক্ষে ২০
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। জানা গেছে, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস হাইওয়েতে একটি দুই চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষের পরে আগুনে পুড়ে যায়। সংঘর্ষের ফলে বাসে ভয়াবহ আগুন ধরে যায় এবং পুরো বাস পুড়ে ছাই হয়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় দুই চাকার গাড়ির আরোহীও প্রাণ হারিয়েছেন।
ঘটনার সময়ে সকলে ঘুমিয়ে ছিলেন
জানা গেছে, বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদ-বেঙ্গালুরু মহাসড়কের চিন্না টেকুরু গ্রামের কাছে। ভোরে, যখন সকল যাত্রী ঘুমিয়ে ছিলেন, তখন বিলাসবহুল এসি বাসটিতে আগুন ধরে যায়। বাসটি চারদিক থেকে বন্ধ থাকায় যাত্রীদের পালানোর সুযোগ ছিল না। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বেশিরভাগ যাত্রী বুঝতে পারার আগেই বাসের ভেতরে আটকা পড়েন। বারোজন যাত্রী পালিয়ে যেতে সক্ষম হন, যাদের মধ্যে কয়েকজন দগ্ধ হন, অন্যরা আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সব খবর


