Arabian Sea Death News: আরব সাগরের শিরোদা-ভেলাগড় সমুদ্র সৈকতে পিকনিক করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যার কারণে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় পরিবারের আটজন সদস্য সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের গভীরে চলে যান এবং ডুবে যেতে শুরু করেন। স্থানীয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধারকারীরা পরিবারের একজন ১৬ বছর বয়সি কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন, এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত ও নিখোঁজদের মধ্যে দু’জন মহারাষ্ট্রের কুদাল (সিন্ধুদুর্গ) এলাকার বাসিন্দা এবং বাকি ছ’জন কর্ণাটকের বেলাগাভি জেলার বাসিন্দা। সবাই মিলে পিকনিকের উদ্দেশ্যে শিরোদা-ভেলাগড় সৈকতে এসেছিলেন।
সব খবর
শেষ খবর অনুযায়ী, পুলিশ ইতিমধ্যেই চারটি দেহ উদ্ধার করেছে। নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে শুক্রবার রাতভর তল্লাশি চালানো হয়েছে এবং উদ্ধারকাজ শনিবার সকালেও অব্যাহত রয়েছে।
পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, পর্যটকদের বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকেই জলের গভীরতা ও স্রোতের গতি সম্পর্কে সচেতন না হয়ে সমুদ্রে নেমে পড়েন, যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে।


