Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ই-শ্রম কার্ডে মিলবে মাসিক...

Pinky Khan,কলকাতা: দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র—দু’ই সরকারই...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...
Homeআন্তজাতিক খবরবাংলাদেশদুর্ঘটনার পর আটক বাস, স্কুলছাত্রের হাত ভাঙলেন আ.লীগ নেতা!

দুর্ঘটনার পর আটক বাস, স্কুলছাত্রের হাত ভাঙলেন আ.লীগ নেতা!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

শরীয়তপুরের জাজিরায় বাসচাপায় যুবকের মৃত্যুর ঘটনায় বাস আটক করায় স্কুলছাত্রের হাত ভেঙে দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ সময় হামলায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) দুপুর সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্কুলশিক্ষার্থীর নাম হুমায়ন বেপারী (১৬)। তিনি দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুলের ছাত্র এবং এসএসসি পরীক্ষার্থী। এছাড়া, আহত অপর ব্যক্তি হলেন দেলোয়ার বেপারী। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রুবেল বেপারী, যিনি শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়ার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

জানা গেছে, আজ দুপুরে জাজিরার কুন্ডেরচর এলাকার বাসিন্দা ও পুরাতন বাজারের কাপড় ব্যবসায়ী শাকিল মল্লিক ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে নাওডোবার দিকে রওনা দেন। তিনি যখন জাজিরার টিএন্ডটি মোড় থেকে যাত্রা শুরু করে গনির মোড় এলাকায় পৌঁছান, তখন শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বেপরোয়া বাস তাকে ধাক্কা দেয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘাতক বাসটি আটক করে। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বাস মালিক সমিতির সদস্য রুবেল বেপারী ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে, তিনি তার অনুসারীদের নিয়ে বিক্ষোভকারীদের ওপর অতর্কিত হামলা চালান, যার ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

তারা প্রাইভেট পড়তে যাওয়ার সময় হামলায় হুমায়নের ওপরও হামলা চালায়। এতে তার একটি হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন যায়গায় আঘাত লাগে। পাশাপাশি স্থানীয় দেলোয়ারও তাদের হামলায় আহত হন।

এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বলেন, “আমি প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় একটি বাস আটক অবস্থায় দেখি। পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতা রুবেল বেপারী ও তার লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাই। সামনে আমার এসএসসি পরীক্ষা, আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।”

আহত দেলোয়ার বেপারী বলেন, “গনির মোড়ে বাসচাপায় একজনের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আমার দোকানের সামনে দাঁড় করিয়ে রাখে। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতা সেখানে এসে বাস ছাড়িয়ে নিতে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ক্ষুব্ধ হয়ে তিনি আমার দোকানে এসে অতর্কিত হামলা চালান। আমি এ হামলার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রুবেল বেপারী তার লোকজন ডেকে এনে লাঠিসোটা নিয়ে স্থানীয়দের ওপর হামলা চালাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে রুবেল বেপারী বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। বরং উল্টো তারা আমাকে মারধর করেছে।” এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ কালবেলাকে জানান, “ভুক্তভোগীদের কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -