এ যেন মশা মারতে কামান আনার সমান — এবার ইলিশ বাঁচাতে রীতিমতো যুদ্ধজাহাজ নামাল বাংলাদেশ (Bangladesh Ilish)। জলে নামানো হয়েছে বহু রণতরী, হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে বলে খবর; শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি — বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকার তাদের সমুদ্র এলাকায় যুদ্ধজাহাজ ও টহল হেলিকপটার চালিয়েছেন যাতে অবৈধ ও অতিরিক্ত প্রজাতির মতো বেপরোয়া ধরা থেকে ইলিশকে রক্ষা করা যায়, এক কথায় মাছ রক্ষায় কড়া ও বিস্তৃত ব্যবস্থা নেয়া হয়েছে।
মা ইলিশ রক্ষা করতে যুদ্ধ জাহাজ নামাল বাংলাদেশ
বাংলাদেশের Rtv News-এর প্রতিবেদনে জানা গেছে, মূলত অসাধু জেলেদের হাত থেকে ‘মা ইলিশ’ রক্ষার জন্যই এই নজিরবিহীন মোতায়েন করা হয়েছে। শনিবার বাংলাদেশি কর্মকর্তারা জানান, ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখতে তারা টানা তিন সপ্তাহের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ইলিশ রক্ষায় মোতায়েন করা হয়েছে ১৭টি নৌ যুদ্ধজাহাজ ও টহল হেলিকপ্টার। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে — ইলিশ মাছ এমন কী বিশেষ, যে এটিকে রক্ষার জন্য দেশটিকে সেনাবাহিনীর সাহায্য পর্যন্ত নিতে হচ্ছে?
আসলে ইলিশ হল বাংলাদেশের জাতীয় মাছ। প্রতি বছর বঙ্গোপসাগর থেকে পদ্মা নদীতে ফিরে আসে ডিম ছাড়ার জন্য। দুর্গাপুজো এবং বর্ষার মরশুমে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা বেশি থাকে। তবে, বছরে মাত্র কয়েক মাস ইলিশ পাওয়া যায়, যার ফলে চাহিদা আরও কয়েক গুণ বেড়ে যায়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই মাছের উপর নির্ভরশীল, যার দাম ঢাকায় প্রতি কেজিতে ২,২০০ টাকা পর্যন্ত হতে পারে।
হু হু করে দাম বাড়ছে ইলিশের
ইলিশের দাম বেশি হওয়ায় মৎস্যজীবীরা এটি ধরতে সমুদ্রের গভীরে যেতে বাধ্য হন, কিন্তু প্রজনন মৌসুমে অতিরিক্ত মাছ ধরা ইলিশের মজুদ কমিয়ে দিতে পারে। এছাড়াও, জলবায়ু পরিবর্তনের কারণে এই মাছ ইতিমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে — সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশগতভাবে সংবেদনশীল নিম্ন ব-দ্বীপ অঞ্চলের পরিবর্তন ইলিশের প্রজনন ও মজুদের উপর প্রভাব ফেলেছে। বিশ্বের মোট ইলিশের প্রায় ৭০ শতাংশই বাংলাদেশ রপ্তানি করে, তবে অতিরিক্ত মাছ ধরা, ক্রমবর্ধমান চাহিদা এবং জলবায়ুর চ্যালেঞ্জের কারণে এই মূল্যবান মাছটি ক্রমেই দুর্লভ ও ব্যয়বহুল হয়ে উঠছে। জেলেদের কথায়, সমুদ্রের উত্তাল পরিস্থিতির কারণে এ বছর ইলিশ ধরা আরও কঠিন হয়ে পড়েছে।
সব খবর
রপ্তানির কারণে বাংলাদেশে এর ঘাটতি বেড়েছে এবং এর উচ্চ মূল্যের কারণে এটি বেশিরভাগ বাংলাদেশীর নাগালের বাইরে। বাংলাদেশের মোট মাছ উৎপাদনের ১২ শতাংশ ইলিশ। প্রতি বছর ৫,৫০,০০০ থেকে ৬,০০,০০০ টন মাছ ধরা হয়, যা সরাসরি প্রায় ৫,০০,০০০ জেলে এবং সংশ্লিষ্ট শিল্পে ২০ লক্ষ লোকের জীবনযাপনের জন্য সহায়ক।


