আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

বাংলাদেশ–মায়ানমার সীমান্তে উত্তেজনা চরমে, যুদ্ধের সম্ভাবনা বাড়ছে

Bangladesh–Myanmar Conflict

JKNews24 Disk: নতুন বছর শুরু হতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের আশঙ্কা বাড়ছে, আর সেই উত্তপ্ত আবহের মধ্যেই চরম টানাপোড়েন তৈরি হয়েছে ভারতের দুই পড়শি দেশ বাংলাদেশ ও মায়ানমারের সম্পর্কে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বড়সড় সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মায়ানমারের অভিযোগ, সে দেশের বিরোধী গোষ্ঠীগুলি নাকি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মায়ানমার সেনার উপর হামলা চালাচ্ছে। আরও দাবি করা হচ্ছে, এই কর্মকাণ্ডে নীরব সমর্থন দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার—যদিও এই অভিযোগ নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। সব মিলিয়ে Bangladesh–Myanmar Conflict ঘিরে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ড্রোন হামলা থেকেই সম্পর্কের অবনতি

কিছুদিন আগেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও কয়েকটি সশস্ত্র রোহিঙ্গা সংগঠন একসঙ্গে মায়ানমার–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ড্রোন হামলা চালায় মায়ানমার সেনাবাহিনীর উপর। এই ঘটনার পর থেকেই মায়ানমারের জান্তা সরকার ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছে যে, বাংলাদেশের মাটি ব্যবহার করেই তাদের বিরুদ্ধে আক্রমণ চালানো হচ্ছে, যা তারা কোনওভাবেই মেনে নিতে প্রস্তুত নয়। এমনকি মায়ানমারের দাবি, এই ড্রোন হামলায় ইতিমধ্যেই কয়েকজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, নেপিদোতে অবস্থিত বাংলাদেশ কমিশনকে তলব করেছে মায়ানমার সরকার এবং সীমান্ত থেকে হামলার ঘটনা বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জিও জানানো হয়েছে বলে সূত্রের খবর।

বাংলাদেশে হামলা চালাতে পারে মায়ানমার?

একাধিক সূত্রের দাবি, মায়ানমারের তরফে অন্তর্বর্তীকালীন মহম্মদ ইউনূস সরকারের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানানো হয়েছিল, যাতে মায়ানমারে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু সেই আবেদনের পরেও ঢাকার তরফে কোনও স্পষ্ট সদুত্তর না মেলায় নাকি ক্ষুব্ধ হয়েছে মায়ানমার। ওই সূত্রগুলির মতে, প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় মায়ানমার সরকার ধরে নিয়েছে, সাম্প্রতিক হামলাগুলির নেপথ্যে ইউনূস সরকারের হাত থাকতে পারে। এই সন্দেহ থেকেই নাকি কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিমান হামলার ছক কষছে মায়ানমার বাহিনী, এমনকি নেপিদো থেকে পূর্ণ নির্দেশ মিললে বাংলাদেশে সরাসরি সামরিক অভিযান শুরু করার প্রস্তুতিও নেওয়া হতে পারে বলে জল্পনা তুঙ্গে।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now