রাজ্যে SIR ইস্যু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। এই পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় এসেছে সীমান্তপাড়ি দেওয়ার ঘটনা (Bangladeshi Arrested In Border)। জানা যাচ্ছে, ভোটার তালিকার নিবিড় সমীক্ষা শুরুর পর থেকেই সীমান্ত এলাকায় বাংলাদেশে পালানোর প্রবণতা বেড়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই খবরের ঝড়। আর এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে মিলল তার জীবন্ত প্রমাণ—রবিবার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ ৩৮ জনকে আটক করেছে। অভিযোগ, তাঁরা অবৈধভাবে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন।
ধৃতদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক
একাধিক সূত্রের খবর অনুযায়ী, রবিবার স্বরূপনগর থানার বিথারী সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন মোট ৩৮ জন পুরুষ ও মহিলা। ঠিক সেই সময়েই তাঁদের ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনী (BSF)। পরে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এবং তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন।
SIR ঘোষনা হতেই বাংলার সীমান্ত এলাকাগুলিতে বেড়েছে গ্রেফতারি
বিহারের পর পশ্চিমবঙ্গেও SIR প্রক্রিয়া চালু হবে, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক তরজার পারদ চড়তে থাকে। শাসক ও গেরুয়া শিবিরের মধ্যে শুরু হয় তীব্র কোন্দল। এরই মধ্যে ২৭ অক্টোবর রাজ্যজুড়ে SIR ঘোষণা হতেই সীমান্ত এলাকাগুলিতে বাড়তে থাকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারি। বিশেষ করে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে অবস্থা উদ্বেগজনক—মাত্র কয়েকদিনের মধ্যেই BSF সেখানে ৯৪ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে।
প্রশাসনিক সূত্রে খবর, প্রথম 31 অক্টোবর স্বরূপনগরের বিথারী সীমান্ত থেকে 11 জন বাংলাদেশিকে গ্রেফতার করার পর গতকাল অর্থাৎ 1 নভেম্বর তারালি সীমান্ত এলাকা থেকে 45 জনকে পাকড়াও করা হয় (Bangladeshi Arrested In Border)। অভিযোগ, তাঁরা প্রত্যেকেই চোরাপথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। আর এই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই আজ, রবিবারও উত্তর 24 পরগনার বিথারী সীমান্তে নিরাপত্তা রক্ষীদের জালে ধরা পড়ল 38 জন অবৈধ বাংলাদেশি। তা যে নতুন করে রাজনৈতিক তরজার জন্ম দেবে সে কথা বলার অপেক্ষা রাখে না।
সব খবর


