কলকাতা, 24 অগস্ট: সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন বড়সড় এক ব্যক্তি। বিএসএফ এবার পাকড়াও করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রাক্তন সেনা সচিব মহম্মদ আরিফুজ্জামানকে। জানা গেছে, তাঁকে আটক করার পর রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালত শুনানির পর বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার গভীর রাতে প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন মহম্মদ আরিফুজ্জামান। তিনি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করেন। ঠিক তখনই বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করেন। জানা গেছে, হাসিনা সরকারের সময় সেনা সচিব হিসেবে দায়িত্বে থাকা মহম্মদ আরিফুজ্জামান পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন পুলিশের এসিপি পদে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই প্রতিবেশী দেশটিতে নানাবিধ অস্থিরতা শুরু হয়। দেশের দায়িত্বভার হাতে নেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক রদবদল ঘটে। অভিযোগ উঠেছে, হাসিনা-অনুগামীরা তখন গোপনে আশ্রয় নেওয়া শুরু করেন। একইভাবে হাসিনার আমলের একাধিক প্রশাসনিক আধিকারিকও আত্মগোপনে চলে যান। সেই তালিকায় ছিলেন মহম্মদ আরিফুজ্জামানও। জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আত্মগোপন করে ছিলেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এই পদস্থ আধিকারিক প্রাকৃতিক দুর্যোগের সুযোগে হাকিমপুর সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেন । সে সময় দক্ষিণবঙ্গ বিএসএফের 143 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁকে আটক করেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহম্মদ আরিফুজ্জামানকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয় ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |