বেকার যুবক-যুবতীদের জন্য রইল বড় সুখবর। দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সারা ভারত জুড়ে তাদের বিভিন্ন শাখায় মোট ৬০০ জন শিক্ষানবিশ (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের তালিকায় পশ্চিমবঙ্গের জন্যও একাধিক শূন্য পদ রয়েছে। ‘অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১’-এর আওতায় ২০২৫-২৬ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচিত অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২,৩০০ টাকা স্টাইপেন্ড প্রদান করবে ব্যাঙ্ক। যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৬০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ
ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোট ৬০০টি শূন্যপদের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে মহারাষ্ট্রে, ২৬১ টি। আর পশ্চিমবঙ্গের শূন্যপদের সংখ্যা ১৪ টি। পশ্চিমবঙ্গের ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচে দেওয়া হল-
| Category | Vacancy |
| UR | 7 |
| OBC | 3 |
| SC/ ST | 3 |
| EWS | 1 |
বয়সসীমা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর, ২০২৫ তারিখে ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় প্রযোজ্য হবে।
| Category | Relaxation |
| SC/ ST | ৫ বছর |
| OBC | ৩ বছর |
| PwD | ১০ থেকে ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন |
| Ex-serviceman | ৫০ বছর পর্যন্ত |
আবেদনের যোগ্যতা
যোগ্যতার ক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) পাস হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় কথা বলা, পড়া ও লেখায় পারদর্শী হওয়া আবশ্যিক। এছাড়া যারা আগে অন্য কোনো সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন বা বর্তমানে শিক্ষানবিশ হিসেবে কর্মরত রয়েছেন, তারা এই পদে আবেদন করতে পারবেন না।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে মেধা তালিকার মাধ্যমে। এই মেধা তালিকা প্রস্তুত করা হবে দ্বাদশ শ্রেণি (HSC) বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মেধা তালিকায় নাম ওঠা প্রার্থীদের নথি যাচাই ও মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে, এবং এই ধাপগুলো সফলভাবে সম্পন্ন করলে তাঁদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ দেবে ব্যাঙ্ক।
আবেদন পদ্ধতি
আবেদন করতে চাইলে প্রথমে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইট bankofmaharashtra.bank.in-এ যেতে হবে। সেখানে Careers > Recruitment Process > Current Openings অপশনে গিয়ে ‘Online application for engagement of apprentices under the Apprentice Act, 1961 project 2025–26’ লিঙ্কে ক্লিক করে APPLY ONLINE নির্বাচন করতে হবে। এরপর Click here for new registration-এ ক্লিক করে নাম, বয়স, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল ও ইমেইলে আসা OTP ভেরিফাই হলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তারপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
আবেদন ফি
| Category | Fees |
| UR/ OBC/ EWS | 150+ GST |
| SC/ ST | 100+ GST |
| PwDs are exempted from payment | |
আবেদনের শেষ তারিখ
এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ হল ২৫/০১/২০২৬।







