কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে একাধিক পদে নিয়োগের সুযোগ এসেছে (Becil Recruitment 2025)। এবার সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদ যেমন মেস সুপারভাইজার, রাঁধুনি, রান্নাঘরের সহায়িকা-সহ মোট ৬টি পদে ৯টি শূন্যপদে নিয়োগ হবে।
মেস সুপারভাইজার পদের জন্য স্নাতক ডিগ্রি আবশ্যক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। এই পদে মাসিক বেতন নির্ধারিত হয়েছে ₹২৫,০০০ থেকে ₹৩০,০০০। অন্যদিকে, বাকি পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে, এবং প্রতি মাসে ₹২৫,০০০ বেতন দেওয়া হবে।
আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় শর্তাবলী বিস্তারিতভাবে জানতে বেসিলের মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া জরুরি। এটি কেন্দ্রীয় সংস্থায় চাকরি করার এক দারুণ সুযোগ, বিশেষ করে যাঁরা সরকারি সংস্থায় স্থায়ী কর্মজীবনের অভিজ্ঞতা অর্জন করতে চান তাদের জন্য।
আবেদন করবেন কী ভাবে? (Becil Recruitment 2025)
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)-এর অফিসিয়াল ওয়েবসাইটে। হোমপেজে থাকা ‘Career’ বিভাগে ক্লিক করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সব খবর
আবেদনের সময় যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেল ঠিকানায় যোগাযোগ করা যাবে সহায়তার জন্য। মনে রাখবেন, ১৪ নভেম্বর এই নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করা জরুরি।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


