Monday, November 17, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ই-শ্রম কার্ডে মিলবে মাসিক...

Pinky Khan,কলকাতা: দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র—দু’ই সরকারই...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...
Homeপ্রকল্পপোস্ট অফিসের সেরা স্কিম: ৫ বছরে ৫ লক্ষ টাকা সুদের সুযোগ!

পোস্ট অফিসের সেরা স্কিম: ৫ বছরে ৫ লক্ষ টাকা সুদের সুযোগ!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

পোস্ট অফিসের সেরা স্কিম: আপনি কি এমন একটা সঞ্চয়ের উপায় খুঁজছেন, যেখানে আপনার টাকা থাকবে পুরোপুরি নিরাপদ এবং সেই সাথে ভালো মুনাফাও পাবেন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য খুবই উপকারী হবে। কারণ, ভারতীয় পোস্ট অফিস এখন নিয়ে এসেছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate), যা দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সঞ্চয়ের একটি নিরাপদ ও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। চলুন, এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্কিমের সব তথ্য।

কী এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট?

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC হল ভারতীয় পোস্ট অফিসের একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প, যা স্বল্প মেয়াদের জন্য উপযুক্ত। যারা ঝুঁকি এড়িয়ে নিরাপদে টাকা রাখতে চান, তাদের জন্য এটা একটা দারুণ অপশন। এখানে আপনি মাত্র ১০০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন, আর সবচেয়ে বড় কথা হলো—কোনো ঊর্ধ্বসীমা নেই! তাই আপনি ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

বর্তমানে কত সুদ দেওয়া হচ্ছে?

খোঁজখবর নিয়ে জানা গেছে, বর্তমানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বার্ষিক ৭.৭% হারে সুদ দেওয়া হচ্ছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এখানে সুদ দেওয়া হয় চক্রবৃদ্ধি হারে। এর মানে, যদিও আপনি প্রতি বছর সুদ তুলে নিতে পারবেন না, তবে মেয়াদের শেষে সুদসহ সুদের ওপর আবার সুদ যোগ হয়ে আপনার ফান্ড আরও বড় হয়ে উঠবে।

তবে একটা জিনিস মাথায় রাখতেই হবে—এই স্কিমে টাকা জমা দেওয়ার পর ৫ বছর পর্যন্ত লক-ইন পিরিয়ড থাকে। অর্থাৎ, ৫ বছরের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি টাকা তুলতে পারবেন না। আর যদি মাঝপথে টাকা তুলে নেন, তাহলে কোনরকম সুদের সুবিধা পাবেন না, শুধু আপনার মূল টাকা ফেরত পাবেন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

5 বছরে কত রিটার্ন পাওয়া যাবে?

ধরুন, আপনি একবারে এই স্কিমে ১১ লাখ টাকা বিনিয়োগ করলেন। ৫ বছরের মেয়াদ শেষে সুদের হার এবং চক্রবৃদ্ধি সুদের হিসাব করলে আপনার হাতে আসবে প্রায় ১৫.৯৪ লাখ টাকা! অর্থাৎ, মাত্র ৫ বছরে ঝুঁকি ছাড়াই প্রায় ৪.৯৪ লাখ টাকা লাভ করবেন।

আর এটা মাত্র লাভ নয়, এই প্রকল্পে বিনিয়োগ করলে ইনকাম ট্যাক্স আইনের ধারা ৮০সি অনুযায়ী করছাড়ও পাবেন। হ্যাঁ, আপনি সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা নিতে পারবেন। তাই সাশ্রয়ের দিক থেকেও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট আপনার জন্য একদম বেস্ট অপশন!

কোথা থেকে বিনিয়োগ করবেন?

জানা যাচ্ছে, নিকটবর্তী কোনও পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। তবে বর্তমানে অনেক পোস্ট অফিসে অনলাইনে বিনিয়োগেরও সুবিধা রয়েছে। ফলে কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা আর পোহাতে হবে না। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -