Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

তামাক ও পান মশলায়...

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায়...
Homeবিনোদন খবরজাহ্নবী কাপূরের মার্জারচলনে 'ট্রেন ধরার তাড়া': কাঁধখোলা পোশাক নিয়ে বিতর্ক!

জাহ্নবী কাপূরের মার্জারচলনে ‘ট্রেন ধরার তাড়া’: কাঁধখোলা পোশাক নিয়ে বিতর্ক!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

বলিউড তারকারা যখন প্রকাশ্যে আসেন, তখন ছবি শিকারিরা যেন তাদের পিছু ছাড়েন না। চারদিক থেকে ক্যামেরা তাক করা হয়, আর সেই মুহূর্তই উঠে আসে তাদের জীবনের অদেখা দিক। এমন একটি ‘থিম’ তুলে ধরা হয়েছিল মার্জার সরণিতে, যেখানে জাহ্নবী কপূর পরেছিলেন কালো রঙের কাঁধখোলা পোশাক, যার পা পর্যন্ত চেরা অংশ ঊরু পর্যন্ত পৌঁছেছিল। সুউচ্চ জুতো এবং খোলা ঢেউ খেলানো চুলের সঙ্গে তাঁর লাস্যময়ী উপস্থিতি যেন এক অন্য মাত্রা সৃষ্টি করেছিল। তাঁর বালুঘড়ির মতো চেহারায় কালো রঙের বাঁধনি ছাপের পোশাক একেবারে মিশে গিয়েছিল। এই সৌন্দর্যে মুগ্ধ অনেক অনুরাগীই হলেও, মার্জার সরণিতে হেঁটে কিছু তির্যক মন্তব্যের শিকার হতে হয় অভিনেত্রীকে।

সাজ ও লাস্যে ভাল নম্বর পেলেও, হাঁটার ধরনের জন্য কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। মার্জার সরণিতে আত্মবিশ্বাস নিয়ে হাঁটেন মডেলরা। কিন্তু জাহ্নবী কাপূর নিন্দকেরা বলেছেন, “একে মোটেই আত্মবিশ্বাস বলে না। অতিরিক্ত আত্মবিশ্বাস বলে। জাহ্নবী এমন ভাবে হাঁটছেন, মনে হচ্ছে খুব তাড়া আছে কোথাও যাওয়ার।”

একটি জায়গায় দেখা যাচ্ছে, জাহ্নবীর পিছনে সারি দিয়ে হাঁটছেন পেশাদার মডেলরা। এ দৃশ্য দেখে কিছু নিন্দক মন্তব্য করেছেন, “এটাই হল নেপোটিজ়ম! যোগ্য মডেলদের পিছনে ফেলে জাহ্নবী আগে হাঁটছেন। নিজেকে লাস্যময়ী মনে করছেন, কিন্তু দেখলে মনে হচ্ছে যেন ট্রেন ধরতে যাচ্ছেন!” তবে, জাহ্নবীর অনেক অনুরাগী এই ব্যাপারটা একদম অন্যভাবে দেখছেন। তাঁদের মতে, অভিনেত্রীর ব্যক্তিত্বের সঙ্গে তাঁর এই হাঁটা পুরোপুরি মানানসই

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -