আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত অভিনেতা

Published on: October 21, 2025
Asrani Death News

কালীপুজোর আনন্দের রাতে এল দুঃখের খবর। বলিউডের প্রখ্যাত অভিনেতা গোবর্ধন আসরানি আর আমাদের মধ্যে নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর (Asrani Death News)। সোমবার দুপুর সাড়ে তিনটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। অভিনেতার ভাইপো সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১৯৪১ সালে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন গোবর্ধন। সেখানেই লেখাপড়া। তবে সিনেমা জগতে আসরানি হিসেবেই পরিচিত ছিলেন। মূলত কমেডি চরিত্রে অভিনয় করলেও নায়ক, খলনায়ক, চরিত্রাভিনেতার পাঠও করেছেন। সবক্ষেত্রে দক্ষতার ছাপ রেখেছেন।

প্রায় সাড়ে তিনশো ছবিতে কাজ করা এই অভিনেতাকে দেশবাসী আজও মনে রাখে শোলে সিনেমায় তাঁর অভিনয়ের জন্য। অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে একাই করেছেন ২৫টিরও বেশি সিনেমা। সেটাও একটা রেকর্ড। সাতের দশকে ‘মেরে আপনে’ ছবিতে ডেবিউ করেন আসরানি। সেই থেকে ২০১৩ সাল পর্যন্ত চুটিয়ে কাজ করেছেন। ১৯৭২ থেকে ৯৪ সালের মধ্যে যে সব ছবিতে কাজ করেছিলেন তার মধ্য়ে অনেকগুলোতে নায়কের চরিত্রেও বেশ সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। হিন্দির পাশাপাশি গুজরাতি ছবিতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন তিনি। নিজেও ৬টি ছবির পরিচালকের দায়িত্ব সামলেছেন।

তবে মৃত্যুর পরও নিজের সহজ-সরল স্বভাবটিকেই ধরে রাখলেন আসরানি। জীবিত অবস্থাতেই তিনি জানিয়েছিলেন, তাঁর মৃত্যু নিয়ে যেন কোনও রকম কোলাহল বা জমায়েত না হয়। তাঁর সেই ইচ্ছেকেই মর্যাদা দিয়ে সোমবার সান্তাক্রুজে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয় শেষকৃত্য। অভিনেতার ব্যক্তিগত সহায়ক জানান, “চারদিন আগেই আসরানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কারণ তাঁর ফুসফুসে জল জমেছিল। বিকেল সাড়ে তিনটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” সহায়ক আরও জানান, আসরানি নিজেই চেয়েছিলেন তাঁর মৃত্যুকে যেন কোনও অনুষ্ঠান বা শোকসভায় পরিণত করা না হয়। তাই শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।

Ranjan Mahato

Ranjan Mahato একজন বিনোদন সংবাদ লেখক, যিনি সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজ ও তারকাদের লাইফস্টাইল নিয়ে লেখেন। সহজ ভাষায় দ্রুত ও নির্ভুল আপডেট দেওয়াই তার মূল লক্ষ্য। অবসরে তিনি নতুন ছবি ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অনলাইন মিডিয়া জগতে তার যাত্রা শুরু 2025 সালে। লেখালেখির পাশাপাশি Ranjan Mahato নতুন ছবি, গান ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অবসরে তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড অনুসরণ করেন এবং পাঠকদের জন্য নতুন কনটেন্ট আইডিয়া সংগ্রহ করেন।

Join WhatsApp

Join Now