Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ই-শ্রম কার্ডে মিলবে মাসিক...

Pinky Khan,কলকাতা: দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র—দু’ই সরকারই...

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)ব্লুমবার্গের দাবি: ইলন মাস্কের কাছে টিকটক বিক্রির পরিকল্পনা করছে চীন

ব্লুমবার্গের দাবি: ইলন মাস্কের কাছে টিকটক বিক্রির পরিকল্পনা করছে চীন

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

JKNews24 Bangla: ইলন মাস্কের কাছে টিকটক বিক্রির পরিকল্পনা করছে চীন, নিষিদ্ধ হওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রে টিকটক প্ল্যাটফর্ম ইলন মাস্কের কাছে বিক্রির কথা ভাবছে চীন। গতকাল সোমবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ দাবি করেছে। তবে ইলন মাস্ক টিকটক অধিগ্রহণ করবেন কি না, তা জানা যায়নি। গোপন সূত্রের বরাতে ব্লুমবার্গ জানাচ্ছে, ১৯ জানুয়ারির মধ্যে চীনের বাইটড্যান্সকে মার্কিন মুলুকের ব্যবসা বিক্রি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদি তারা এই নির্দেশ মেনে না চলে, তবে এর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে, বিকল্প হিসেবে ইলন মাস্ক-কে বেছে নেওয়ার কথা ভাবছে চীন।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম X-এর পাশাপাশি টিকটকের মার্কিন কার্যক্রমও পরিচালনা করতে পারেন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি চীনের সরকারি কর্মকর্তারা। সূত্রের দাবি, এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা বিশ্ব প্রযুক্তি বাজারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইলন মাস্কের মতো একজন উদ্যোক্তার হাতে টিকটকের মার্কিন অংশ গেলে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে চীনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং যুক্তরাষ্ট্রে চীনের অবস্থান এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনার অংশ। এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে টিকটকের এক মুখপাত্র বলেন, “সম্পূর্ণ কাল্পনিক বিষয়” নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। অর্থাৎ, এই গুঞ্জনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তারা। অন্যদিকে, ইলন মাস্কের X-এর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -