Constable Recruitment: স্টাফ সিলেকশন কমিশন (SSC) থেকে এক বিপুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার দিল্লি পুলিশে কনস্টেবল পদে মোট ৭৫৬৫ জন কর্মী নেওয়া হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এই পদে আবেদন করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্য থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই যারা পুলিশে চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি এক বড় সুযোগ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগ্যতার শর্তাবলী জানতে আজকের প্রতিবেদন পড়ে যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- নিয়োগ কারী সংস্থা- স্টাফ সিলেকশন কমিশন বা SSC।
- পদের নাম- কনস্টেবল পুরুষ ও মহিলা।
- মোট শূন্যপদের সংখ্যা- ৭৫৬৫ টি।
- বেতন সীমা- বেতন ক্রম ৩ অনুসারে ২১,৭০৯-৬৯,১০০ টাকা।
Constable Recruitment
Constable Recruitment বয়স সীমা
দিল্লি পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে ০১/০৭/২০২৫ তারিখ ধরা হবে মানদণ্ড হিসেবে। অর্থাৎ, যেসব প্রার্থীর জন্ম তারিখ ০২/০৭/২০০০ থেকে ০১/০৭/২০০৭ এর মধ্যে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (যেমন এসসি/এসটি/ওবিসি) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় পাবেন।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
দিল্লি পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ১০+২ নিয়মে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তবে যদি আবেদনকারী দিল্লি পুলিশের কর্মরত কারও সন্তান হন, তাহলে একাদশ শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। পাশাপাশি পুরুষ প্রার্থীদের জন্য একটি বিশেষ শর্ত রয়েছে—তাদের অবশ্যই মোটরসাইকেল বা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অতিরিক্ত সুযোগ সুবিধা- এ সমস্ত চাকরি প্রার্থীদের NCC ‘A’/’B’/’C’ সার্টিফিকেট রয়েছে, তাদের পরীক্ষার ক্ষেত্রে ন্যূনতম ২% থেকে ৫% পর্যন্ত অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এর পাশাপাশি প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেও লিখিত পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাওয়ার সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে।
সব খবর
Constable Recruitment নিয়োগ পদ্ধতি
দিল্লি পুলিশের কনস্টেবল পদে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া মোট তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথমেই হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, এরপর নেওয়া হবে শারীরিক মাপদণ্ড পরীক্ষা। এই দুই ধাপে সফলভাবে উত্তীর্ণ হলে প্রার্থীদের শেষ পর্যায়ে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষার বিস্তারিত নিয়ম-কানুন প্রার্থীরা অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারবেন।
Constable Recruitment আবেদন পদ্ধতি
আবেদনের আগ্রহী সমস্ত চাকরিপ্রার্থীকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.nic.in) গিয়ে আবেদনপত্র অনলাইনে পূরণ করে জমা করতে হবে। নতুন চাকরির প্রার্থীদের এই ক্ষেত্রে সবার আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা OTR এর মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করে একটি আইডি তৈরি করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় আবেদন পত্রটি যথাযথ সঠিক তথ্যের সাথে পূরণ করে নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত নথি আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য প্রদান করে আবেদনটি জমা করে দিতে হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ২১/১০/২০২৫ তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন।
| Recruitment Notification 2025: | Download |


