Sunday, September 14, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

Voter SIR Valid Documents:...

Voter SIR Valid Documents: সম্প্রতি এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে...

IPPB Recruitment 2025: ভারতীয়...

IPPB Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা পোস্ট অফিসে এবার কর্মী নিয়োগের সুবর্ণ...

Ration Card WB 2025:...

Ration Card WB 2025: পশ্চিমবঙ্গের মানুষের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য...

কলকাতার প্রার্থীদের জন্য কেন্দ্রীয়...

Latest Govt Job 2025: কলকাতার চাকরি প্রার্থীদের জন্য এল দারুণ সুখবর! বর্তমান সময়ে...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

Most Popular

- Advertisement -
Homeচাকরি খবরConstable Vacancy 2025: মাধ্যমিক পাশে কনস্টেবল চাকরি!

Constable Vacancy 2025: মাধ্যমিক পাশে কনস্টেবল চাকরি!

Constable Vacancy 2025: চাকরিপ্রার্থীদের জন্য এসেছে দারুণ সুযোগ! সম্প্রতি কনস্টেবল পদে বিপুল সংখ্যক শূন্যপদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রার্থী যদি মাধ্যমিক পাশ হন এবং নির্দিষ্ট ট্রেডে ডিগ্রি থাকে, তাহলেই আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত সমস্ত নিয়ম ও পদ্ধতি ভালোভাবে জেনে নেওয়া জরুরি। তাই JKNEWS24 BANGLA-র পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, আবেদনপদ্ধতি-সহ যাবতীয় তথ্য এক জায়গায় বিস্তারিতভাবে তুলে ধরা হলো, যাতে আপনি সহজেই প্রস্তুতি নিতে পারেন এবং সময়মতো আবেদন করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

মাধ্যমিক পাশে কনস্টেবল চাকরি

  • নিয়োগ কারী সংস্থা- বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)।
  • পদের নাম- কনস্টেবল (ট্রেডসম্যান)।
  • মোট শূন্য পদের সংখ্যা- ৩৫৮৮ টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা

বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান কনস্টেবল পদে যোগ দেওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে জেনে রাখুন, এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড থেকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, নির্দিষ্ট ট্রেডে ভোকেশনাল ডিগ্রিও থাকা জরুরি। পুরুষ এবং মহিলা—দু’জনেই সমানভাবে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

Rrb recruitment 2025 মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ!

RRB Recruitment 2025: মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ!

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

পদ অনুসারে বয়স সীমা

BSF এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের সাধারণ চাকরিপ্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীদের সরকারি সংরক্ষণের নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর! কেন্দ্রীয় সরকারি দপ্তরের অধীনে কনস্টেবল পদে নিযুক্ত হলে কর্মীরা পাবেন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আকর্ষণীয় বেতন। এই পদে নিয়োগ পেলে বেতনক্রম-৩ অনুসারে মাসিক বেতন শুরু হবে ন্যূনতম ২১,৭০০ টাকা থেকে এবং তা বাড়তে পারে সর্বোচ্চ ৬৯,১০০ টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর তরফে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনস্টেবল পদে নিয়োগ হবে একাধিক ধাপে পরীক্ষা নিয়ে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, এরপর ধাপে ধাপে নেওয়া হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET), নির্দিষ্ট ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা। আবেদনকারীরা শুধু একটি পদেই আবেদন করতে পারবেন, তাই নিজের যোগ্যতা অনুযায়ী সঠিক পদের জন্য আবেদন করাটাই গুরুত্বপূর্ণ। প্রতিটি স্তরেই দক্ষ ও উপযুক্ত প্রার্থীদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে সেরা প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

  1. সবার প্রথমে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ‘One Time Registration’ এর মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে অনলাইন পোর্টালে। এক্ষেত্রে আবেদনকারীর মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি প্রয়োজন হবে।
  2. অনলাইনে রেজিস্ট্রেশন করার পর, আবেদনকারীদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। এরপর সেই তথ্য ব্যবহার করে চাকরি প্রার্থীরা নির্দিষ্ট অনলাইন লিঙ্কে গিয়ে সহজেই আবেদন জমা করতে পারবেন। তবে মনে রাখতে হবে, আবেদনপত্রটি পূরণ করার সময় যেন সমস্ত তথ্য একেবারে সঠিকভাবে দেওয়া হয়। ভুল হলে সমস্যা হতে পারে, তাই ফর্ম পূরণের পর ভালো করে মিলিয়ে নেওয়া জরুরি। পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি স্পষ্টভাবে স্ক্যান করে ঠিকভাবে আপলোড করাটাও খুবই গুরুত্বপূর্ণ।
  3. আবেদনপত্র এবং ডকুমেন্ট জমা হয়ে গেলে প্রত্যেকটি চাকরি প্রার্থীকে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন মূল্য হিসাবে ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে। কোন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন মূল্য জমা করতে না পারলে অফলাইনে ব্যাংকে গিয়ে আবেদন মূল্য জমা করতে পারবেন। যদিও তপশিলি জাতি, উপজাতি এবং মহিলা চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্যের ওপর ১০০% ছাড় রয়েছে।
◉ Candidates can click on the link provided here to download the official notificationApply For →
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন