আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, শুরুতেই বেতন ১৮ হাজার টাকা

Tuff Tiles Price in Pakistan 2026

JKNews24 Desk: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য সত্যিই দারুণ খবর। দেশজুড়ে একসঙ্গে বিপুল সংখ্যক নিয়োগের পথে হাঁটছে ভারতীয় ডাক বিভাগ। ইন্ডিয়ান পোস্ট জিডিএস নিয়োগ ২০২৬ (Indian Post Recruitment 2026) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে প্রায় ৩০ হাজার কর্মী নেওয়া হবে। আগামী ৩১ জানুয়ারি থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই নিয়োগে কারা আবেদন করতে পারবেন, কীভাবে অনলাইনে ফর্ম পূরণ করবেন, কোন কোন পদে নিয়োগ হবে এবং বেতন কত—সব বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নেওয়াই ভালো।

কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী (Advt No. 02/2026), নিম্নলিখিত শূন্যপদগুলোতে নিয়োগ করা হবে:

শূুন্যপদের নামশূুন্যপদের সংখ্যা
জুনিয়র স্টেনোগ্রাফার (Junior Stenographer)১টি পদ।
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA)জেনারেল, স্টোর অ্যান্ড পারচেজ এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ মিলিয়ে মোট ৬টি পদ। (এর মধ্যে কলকাতা এবং কানপুর সেন্টারের জন্যও পদ রয়েছে)।
মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)৬টি পদ।

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগে বিভিন্ন পদের জন্য যোগ্যতার শর্তও আলাদা করে জানানো হয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফার ও JSA পদের ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে, পাশাপাশি স্টেনোগ্রাফি কিংবা কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকা বাধ্যতামূলক। অন্যদিকে MTS পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অন্তত দশম শ্রেণি পাশ হলেই চলবে।

বয়সসীমা

এই নিয়োগে উল্লেখিত সব পদের ক্ষেত্রেই বয়সসীমা গণনা করা হবে ০৩/০২/২০২৬ তারিখ অনুযায়ী। পদভেদে বয়সের ঊর্ধ্বসীমাও আলাদা করে নির্ধারণ করা হয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে পারবেন সর্বোচ্চ ২৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা JSA পদের ক্ষেত্রে বয়সসীমা রাখা হয়েছে ২৮ বছরের মধ্যে। আর মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য আবেদন করতে পারবেন ২৫ বছরের কম বয়সী প্রার্থীরা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী বয়সে প্রয়োজনীয় ছাড় প্রযোজ্য হবে।

CategoryRelaxation
SC/ ST৫ বছর
OBC৩ বছর
PwBD১০ থেকে ১৫ বছর পর্যন্ত
Ex-serviceman৫০ বছর পর্যন্ত

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীদের জন্য বেতনের দিক থেকেও থাকছে ভালো খবর। সপ্তম পে কমিশন অনুযায়ী প্রতিটি পদেই আকর্ষণীয় বেতন ও ভাতা মিলবে। জুনিয়র স্টেনোগ্রাফার পদে লেভেল–৪ অনুযায়ী বেসিক পে ২৫,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮১,১০০ টাকা পর্যন্ত হতে পারে, যেখানে DA, HRA, মেডিক্যালসহ সব মিলিয়ে মাসিক আয় গড়ে প্রায় ৫৩,৬২৮ টাকা। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA) পদে লেভেল–২ অনুযায়ী বেসিক পে ১৯,৯০০–৬৩,২০০ টাকা, আর মোট মাসিক আয় প্রায় ৩৯,৫৪৫ টাকা। অন্যদিকে MTS পদে লেভেল–১ অনুযায়ী বেসিক পে ১৮,০০০–৫৬,৯০০ টাকা, এবং সব ভাতা মিলিয়ে প্রতি মাসে প্রায় ৩৫,৯৭৩ টাকা আয় করা সম্ভব। অর্থাৎ, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সঙ্গে স্থায়ী আয়ের সুযোগও মিলছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১) প্রথমে recruitment.clri.org ওয়েবসাইটে যান।
২) নিজের নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার, জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩) আবেদনপত্র পূরণ করুন।
৪) প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
৫) আবেদন ফি জমা করে দিন। তাহলেই আবেদনের কাজ শেষ হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

বিষয়তারিখ
অনলাইন আবেদন শুরু২৩ জানুয়ারি, ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ২ মার্চ, ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)