Monday, November 17, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

শীতে বিরতি? সাগরে তৈরি...

শুরুতে আচমকাই যে কাঁপুনি ধরানো ঠান্ডা নেমে এসেছিল, তাতে অনেকেই ভেবেছিলেন—এবার বুঝি...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)মা দুর্গার বিসর্জন ঘিরে রণক্ষেত্র ওড়িশা! কটকে ৩৬ ঘণ্টার কার্ফু, বন্ধ ইন্টারনেট

মা দুর্গার বিসর্জন ঘিরে রণক্ষেত্র ওড়িশা! কটকে ৩৬ ঘণ্টার কার্ফু, বন্ধ ইন্টারনেট

ওড়িশার কটকে সাম্প্রদায়িক হিংসা! ৩৬ ঘণ্টার কার্ফু ও ইন্টারনেট বন্ধের ঘোষণা

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

ওড়িশার কটক শহরে সাম্প্রদায়িক দাঙ্গার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে (Cuttack Violence)। শুক্রবার রাত থেকেই শহরের কয়েকটি সংবেদনশীল এলাকায় ৩৬ ঘণ্টার কার্ফু জারি করেছে প্রশাসন, যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়। সূত্র অনুযায়ী, দুর্গাপুজোর বিসর্জন মণ্ডপে এক মিছিল চলাকালীন সময়ে বিশ্ব হিন্দু পরিষদের একটি বাইক র‍্যালির সঙ্গে সংঘর্ষ বাধে। এরপরই শুরু হয় ব্যাপক হিংসা ও ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে ঘটল এই ঘটনা?

পুলিশ কমিশনার এস দেবদত্ত সিং জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় এক বিসর্জন মিছিলে ব্যক্তিগত বিবাদের জেরে বচসা শুরু হয়, যার জেরে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর রবিবার কটকে অনুমোদন ছাড়াই একটি VHP বাইক র‍্যালি বের হয়, যা সংবেদনশীল এলাকা দিয়ে যাচ্ছিল। ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থাকায় পুলিশ র‍্যালি থামানোর চেষ্টা করে, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারতে শুরু করে, আর পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা আরও বেড়ে যায়।

এর জেরে পুলিশ কমিশনার ঘোষণা করেছে, রবিবার রাত 10টা থেকে 36 ঘণ্টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। তবে স্বাস্থ্যসেবা, দুধ, সবজি সরবরাহ, ছাত্র-ছাত্রী আর অফিস যাত্রীরা কার্ফুর আওতায় পড়বে না। এমনকি উড়িষ্যা পুলিশের ডিজিপি জানিয়েছেন, শান্তি নষ্ট করতে যারা এগোবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে উড়িষ্যা সরকার কটকে 24 ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি হোম ডিপার্টমেন্ট জানিয়েছে, মিথ্যা ও উত্তেজনা ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই রবিবার সন্ধ্যা 7টা থেকে সোমবার সন্ধ্যা 7টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রীর আবেদন

এদিকে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি জনগণকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “কটক হাজার বছরের ঐতিহ্যবাহী শহর। এই শহরের সাম্প্রদায়িক সম্প্রীতিই তার গর্ব, আর তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।” মুখ্যমন্ত্রী আরও জানান, যারা এই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -