Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

ধোনি, রিচা! সেনা ও...

ভারতের ক্রীড়া ইতিহাসে বিশেষ করে ক্রিকেটের ময়দানে বহু তারকা নিজেদের প্রতিভা ও নিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

ধর্মেন্দ্র এর জীবনী –...

ধর্মেন্দ্র সিং দেওল (Dharmendra) হিন্দি চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম, যিনি তাঁর বলিষ্ঠ...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)দিল্লিতে আত্মঘাতী হামলার জঙ্গির প্রথম ছবি প্রকাশ্যে, পরিচয় উমর মহম্মদ

দিল্লিতে আত্মঘাতী হামলার জঙ্গির প্রথম ছবি প্রকাশ্যে, পরিচয় উমর মহম্মদ

আত্মঘাতী হামলা দিল্লি: উমর মহম্মদ কে, জানুন প্রথম প্রকাশিত ছবি

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Rohan Khan, কলকাতা: লালকেল্লার সামনে বিস্ফোরণের (Delhi Blast First Photo) ঘটনায় এসেছে নতুন মোড়! সোমবার সন্ধ্যায় যে সাদা রঙের i20 গাড়িটি বিস্ফোরণ ঘটিয়েছিল, এবার তার মালিক, জম্মু ও কাশ্মীরের চিকিৎসক উমর মহম্মদের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। NDTV-এর প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারীদের সন্দেহের তালিকায় থাকা উমর আসলে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এবং পেশায় একজন চিকিৎসক। তাঁর এই কার্যকলাপ গোটা দিল্লি কাঁপিয়ে দিয়েছে এবং একাধিক প্রাণহানি ঘটেছে।

চিনে নিন দিল্লি বিস্ফোরণ কান্ডের আত্মঘাতী উমরকে (Delhi Blast First Photo)

জাতীয় তদন্তকারীদের তথ্য অনুযায়ী, উমর জম্মু ও কাশ্মীরের আল ফালাহ মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জন্মগ্রহণ করেছিলেন এই চিকিৎসক। একাধিক রিপোর্টে জানা গেছে, উমরের সঙ্গে বেশ কয়েকজন জঙ্গির সম্পর্ক ছিল। সোমবারই উমরের সহযোগী সন্দেহে আদিল আহমদ রাঠার এবং মুজাম্মিল শাকিল নামক দুই ব্যক্তিকে জম্মু-কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ গ্রেফতার করেছে।

কোন কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটালেন উমর?

জাতীয় তদন্তকারী আধিকারিকদের অনুসন্ধানে জানা গিয়েছে, জঙ্গি সন্দেহে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পুলিশের হাতে দুই সহযোগী গ্রেফতারের পর আতঙ্কিত হয়ে পড়েন উমর। এরপর তিনি ফরিদাবাদ থেকে পালিয়ে যান। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুই সহযোগীর গ্রেফতারের আতঙ্কে শেষ পর্যন্ত দিল্লিতে আত্মঘাতী হামলা চালান উমর মহম্মদ, যখন লালকেল্লার সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে যান।

সূত্রের খবর, উমর এবং তার সহযোগীরা অ্যামোনিয়া নাইট্রেট ফুয়েল অয়েল ব্যবহার করে জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করতেন। গাড়ির ভেতরে ডিটোনেটর বসিয়ে ভিড়ের মধ্যে হামলা চালানোর চেষ্টা করলেও, পুলিশের হাতে দুই সহযোগী আটক হওয়ার পর সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত দিল্লিতে আত্মঘাতী হামলা চালিয়ে মারা যান। এই ঘটনার মাধ্যমে আবারও মনে করিয়ে দেয়া হলো কতটা ভয়াবহ হতে পারে দিল্লিতে আত্মঘাতী হামলা, যা গোটা শহরকে আতঙ্কিত করে রেখেছিল।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

উল্লেখ্য, তদন্তকারীদের রিপোর্ট অনুযায়ী, মহম্মদ সলমান নামক এক ব্যক্তি বিস্ফোরণে জড়িত হান্ডাই i20 গাড়িটি বিক্রি করেছিলেন নাদিম নামক এক ব্যক্তির কাছে। পরে তিনি সেটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিলার রয়েল কার জোনের কাছে বিক্রি করেন। সেখান থেকে গাড়িটি তারিকের হাত ঘুরে উমরের কাছে আসে। সূত্রের খবর, ওই বিস্ফোরণে হাত ছিল তারিকেরও। তাই তাঁকে এবং আমির নামক এক সন্দেহভাজনকে জেরা করছে পুলিশ।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -