আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র

Updated On:
Dharmendra Death

সোমবার সমাজমাধ্যমে আবারও রটে গেল বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব (Dharmendra Death)। হেমা মালিনীর জীবনসঙ্গী সত্যিই না ফেরার দেশে চলে গেলেন কি না, তা নিয়ে নেটিজেনদের মধ্যে মুহূর্তেই দুশ্চিন্তা বাড়ে। বিষয়টি আরও জল্পনা তৈরি করে যখন জানা যায়, মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে হঠাৎ নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সেখানে তড়িঘড়ি পৌঁছে যান হেমা মালিনী, সানি দেওল, ববি দেওলসহ পুরো পরিবার। এই দৃশ্য দেখেই অনেকেই ধরে নেন ধর্মেন্দ্র হয়তো আর নেই। কিছু সূত্র দাবি করে তাঁর মৃত্যু হয়েছে, যদিও পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তাই গুজবের সত্যতা স্পষ্ট নয়।

শ্মশানে পৌঁছলেন অমিতাভ এবং অভিষেক বচ্চন (Dharmendra Death)

একাধিক সূত্রের দাবি, ধর্মেন্দ্রের মৃত্যুর খবর মিলতেই তাঁকে শেষকৃত্যের জন্য মুম্বইয়ের শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু সংবাদমাধ্যমও জানিয়েছে যে ‘শোলে’-র অন্যতম প্রধান মুখ, বলিউডের এই কিংবদন্তি অভিনেতা আর নেই। মিডিয়ায় ভেসে আসা রিপোর্টে জানা গেছে, পরিবারের সদস্যদের পাশাপাশি ইতিমধ্যেই শ্মশানে পৌঁছেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। একে একে বলিউডের আরও বহু পরিচিত মুখকেও সেখানে দেখা গিয়েছে। তবে এত সব খবরের মাঝেও পরিবার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, ফলে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা আরও বেড়ে যাচ্ছে।

ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন পরিচালক করণ জোহার

সোমবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর একটি পুরনো ছবি পোস্ট করে চলচ্চিত্র পরিচালক করণ জোহার লিখেছেন, “একটি যুগের সমাপ্তি… একজন বিরাট মেগা তারকা… মূল ধারার সিনেমার একজন নায়কের মূর্ত, অবিশ্বাস্যভাবে সুদর্শন এবং সবচেয়ে রহস্যময় পর্দার নায়ক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব কিংবদন্তি, সিনেমার ইতিহাসের পাতায় সংজ্ঞায়িত থাকবে এই মহান ব্যক্তিত্বের নাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি মানুষ হিসেবে একজন সেরা ব্যক্তি। আমাদের ইন্ডাস্ট্রির সকলকে খুব ভালবাসতেন… তিনিও ছিলেন সকলের প্রিয়। তাঁর অপরিসীম ভালবাসা, আশীর্বাদ, আলিঙ্গন সবই খুব মিস করব।” ভারতীয় অভিনেতার আত্মার শান্তি কামনা করেই পোষ্টের শেষে ওম শান্তি লিখেছেন করণ। ভারতীয় পরিচালকের পাশাপাশি একে একে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে শোক জ্ঞাপন করছেন চলচ্চিত্র জগতের অনেকেই।

উল্লেখ্য, নেট দুনিয়ায় ফের ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও কিংবদন্তি অভিনেতার মৃত্যু এখনও পর্যন্ত নিশ্চিত করেনি তাঁর পরিবার। সূত্রের খবর, অভিনেতার ঘনিষ্ঠ মহলে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা কেউই এখনই মুখ খুলতে রাজি হননি। তবে একাধিক সংবাদমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রের দাবি যদি সত্যি হয়, তবে ভারতীয় চলচ্চিত্র জগতে আর দেখা মিলবে না এই প্রবাদপ্রতিম অভিনেতার।