পিংকী, কলকাতা: কেন্দ্র সরকারি সংস্থায় কাজ করার সুযোগ এসেছে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (DIC Recruitment) । সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রাথমিকভাবে কর্মস্থল থাকবে দিল্লিতে, তবে প্রয়োজন অনুযায়ী পরে তা পরিবর্তন হতে পারে।
এই নিয়োগটি করা হবে ডেপুটি ম্যানেজার পদে। নির্বাচিত প্রার্থীকে ‘ইন্ডিয়া এআই’ প্রকল্পের অধীনে কাজ করতে হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ়নেস, ম্যানেজমেন্ট বা টেকনোলজি বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
DIC Recruitment আবেদন করবেন কী ভাবে?
আবেদন করতে হলে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজ থেকে ‘কেরিয়ার’ বিভাগে গেলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মেনে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ জানুয়ারি ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি জানতে প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।









