সাম্প্রতিক সময়ে পূর্ব ও দক্ষিণ এশিয়ার একাধিক দেশে একের পর এক ভূমিকম্প হচ্ছে। এতে পুরো অঞ্চলে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে মিয়ানমারে যে ভয়াবহ ভূমিকম্পটি ঘটেছে, তার পর থেকেই আশপাশের দেশগুলোতে যে ভূকম্পনগুলো অনুভূত হচ্ছে, সেগুলো অনেকেই কোনো বড় দুর্যোগের আগাম বার্তা হিসেবে দেখছেন। ঠিক এমন এক প্রেক্ষাপটে এবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান।
সব খবর
শনিবার, ১২ এপ্রিল—স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে হঠাৎই কেঁপে উঠল পাকিস্তানের একাধিক শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। খবরটি জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ।
পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, আর এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।
সব খবর
ইসলামাবাদের সেক্টর ১১ এলাকার এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন,
“আমরা হঠাৎই বুঝতে পারি ভবনটা কাঁপছে। কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ সবাই নিচে নেমে আসি। আশপাশের সবাই আতঙ্কে ছিল। পরে কিছুক্ষণ পর যখন কম্পন থেমে গেল এবং পরিস্থিতি একটু শান্ত হল, তখন আমরা আবার ঘরে ফিরে যাই।”
এই ঘটনার পর আতঙ্ক ছড়ালেও, এখনও পর্যন্ত দেশের কোথাও থেকে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |