চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ এসেছে! সম্প্রতি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (EMRS Recruitment 2025) থেকে ৭২৬৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অধ্যক্ষ, পিজিটি, টিজিটি এবং হোস্টেল ওয়ার্ডেনসহ বিভিন্ন পদে আবেদন নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই খুব সহজে আবেদন করতে পারবেন। তাই যারা সরকারি চাকরির খোঁজে আছেন, তাদের জন্য এটি একটি সোনার সুযোগ। আজকের প্রতিবেদনে জেনে নিন এই নিয়োগ সংক্রান্ত সব বিস্তারিত তথ্য।
Table of Contents
একলব্য মডেল স্কুলে নিয়োগ
একলব্য মডেল স্কুলের তরফ থেকে যে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হল—
- অধ্যক্ষ, যেখানে ২২৫টি শূন্যপদ রয়েছে।
- পিজিটি, যেখানে ১৪৬০টি শূন্যপদ রয়েছে।
- টিজিটি, যেখানে ৩৯৬২টি শূন্যপদ রয়েছে।
- হোটেল ওয়ার্ডেন, যেখানে ৬৩৫টি শূন্যপদ রয়েছে।
- মহিলা স্টাফ নার্স, যেখানে ৫৫০টি শূন্যপদ রয়েছে।
- হিসাব রক্ষক, যেখানে ৬১টি শূন্যপদ রয়েছে।
- জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেখানে ২২৮টি শূন্যপদ রয়েছে।
- ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে ১৪৬টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
এমআরএস নিয়োগ ২০২৫-এ প্রত্যেকটি পদের জন্য আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যেমন— অধ্যক্ষ পদে আবেদন করতে হলে মাস্টার্স ডিগ্রির পাশাপাশি বিএড এবং ৮ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পিজিটি পদে মাস্টার্স ও বিএড ডিগ্রি আবশ্যক, আর টিজিটি পদে স্নাতক ও বিএড ডিগ্রি লাগবে। হোস্টেল ওয়ার্ডেন পদে যে কোনও বিষয়ে স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন (EMRS Recruitment 2025)। মহিলা স্টাফ নার্স পদের জন্য প্রয়োজন বিএসসি নার্সিং ডিগ্রি। হিসাবরক্ষক পদে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে দশম বা দ্বাদশ শ্রেণী পাসের সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।
বয়স সীমা কত লাগবে?
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (যেমন এসসি, এসটি, ওবিসি প্রভৃতি) বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন।
সব খবর
নিয়োগ প্রক্রিয়া
একলব্য মডেল স্কুলে শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের একাধিক ধাপে পরীক্ষা দিতে হবে। প্রথমে হবে দুটি স্তরে বিভক্ত লিখিত পরীক্ষা, যেখানে প্রার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা যাচাই করা হবে। এরপর দক্ষতা পরীক্ষা, ইন্টারভিউ এবং শেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এজন্য প্রথমে একলব্য মডেল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন(EMRS Recruitment 2025)। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করুন। সবশেষে ফর্মটি ভালোভাবে যাচাই করে সাবমিট করুন।
বলে রাখি, এখানে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল, যেখানে পরে নিয়োগের সময়সীমা বাড়িয়ে ৫ নভেম্বর করা হয়েছে। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


