Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

ই-শ্রম কার্ডে মিলবে মাসিক...

Pinky Khan,কলকাতা: দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র—দু’ই সরকারই...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)Facebook Like Button বন্ধের ঘোষণা দিল Meta! কবে থেকে? তারিখ ঘোষণা করল Meta

Facebook Like Button বন্ধের ঘোষণা দিল Meta! কবে থেকে? তারিখ ঘোষণা করল Meta

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা গোষ্ঠীর মালিকানাধীন প্ল্যাটফর্মটি এবার তাদের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে। জানা গেছে, সেই পরিবর্তনের কোপ পড়তে পারে আমাদের অতি পরিচিত ও প্রিয় “লাইক” বাটনের ওপর—যে বাটনটি দীর্ঘ ১৬ বছর ধরে নেট নাগরিকদের ভাললাগা, প্রশংসা আর সমর্থনের প্রতীক হয়ে উঠেছিল। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই চোখের আড়ালে চলে যাবে এই বহু পুরনো অনুভূতির ভাষা। মার্ক জাকারবার্গের সংস্থা মেটা ইতিমধ্যেই ঘোষণা করেছে, ঠিক কবে নাগাদ বিদায় নিতে চলেছে এই আইকনিক Facebook Like Button।

শীঘ্রই উধাও হয়ে যাবে ফেসবুকের লাইক বাটন! (Facebook Like Button)

নিউইয়র্ক পোষ্টের এক প্রতিবেদনে জানা গেছে, আমেরিকান সংস্থা মেটা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে বাইরের ওয়েবসাইটগুলিতে ফেসবুকের লাইক ও কমেন্ট বাটন আর কাজ করবে না। সহজভাবে বললে, যেসব ব্লগ, সংবাদমাধ্যম, ই-কমার্স সাইট বা অন্যান্য ওয়েবপেজে এতদিন ফেসবুকের লাইক বা কমেন্ট প্লাগইন ব্যবহার করা যেত, সেই সুবিধা বন্ধ করতে চলেছে সংস্থাটি। তবে ব্যবহারকারীদের স্বস্তি দিয়ে মেটা জানিয়েছে, ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটের ভিতরে থাকা লাইক বাটন এখনই বন্ধ হচ্ছে না। অর্থাৎ, প্ল্যাটফর্মের ভিতরে আগের মতোই লাইক বাটন চেপে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা।

অবশ্যই পড়ুন: মানি অর্ডার, পার্সেল বুকিং, অ্যাকাউন্ট ওপেনিং—এবার ঘরে বসেই সব কাজ! লঞ্চ হল ডাক সেবা অ্যাপ

কেন সরিয়ে নেওয়া হচ্ছে লাইক বাটনটি?

ফেসবুক ছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম থেকে লাইক বাটন সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে কার্যত তোলপাড় নেট দুনিয়া (Facebook Like Button)। নানা মহলে প্রশ্ন উঠছে—হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী? কেনই বা বিদায় নিতে হচ্ছে এত বছর ধরে পরিচিত সেই প্রতীকী বাটনটিকে? এই প্রশ্নের জবাব ইতিমধ্যেই দিয়েছে জাকারবার্গের সংস্থা মেটা। সংস্থার দাবি, ডেভেলপারদের জন্য টুলগুলিকে আরও সহজ, দ্রুত এবং আধুনিক করে তোলাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। তাই ফেসবুকের বাইরে থাকা বিভিন্ন ওয়েবসাইট থেকে লাইক বাটনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

বলাই বাহুল্য, বিগত 1 দশকেরও বেশি সময় ধরে এই প্লাগিনগুলো থেকেই বহু গ্রাহক সংগ্রহ করেছে ফেসবুক। সাম্প্রতিক সময়ে সেগুলির ব্যবহার ক্রমশ কমছে। মেটা মনে করে, সাম্প্রতিককালে গোপনীয়তা আইন, ডেটা শেয়ারিং নীতির পরিবর্তন এবং নানান সামাজিক মাধ্যমের আগমনের কারণে ফেসবুকের বাইরের প্লাগিনগুলো এই মুহূর্তে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই আসন্ন ফেব্রুয়ারিতে সেগুলিতে থাকা লাইক বাটনটি বন্ধ করে দেওয়া হবে বলেই ঠিক করেছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -