আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, তাহলে আজকের খবরটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুক এবার চালু করেছে দুটি নতুন ইন্টারঅ্যাকটিভ ফিচার (Facebook New Features)— ফ্যান চ্যালেঞ্জ এবং পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। এই দুটি ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে দর্শকদের আরও বেশি সংযোগ ঘটাবে এবং উভয়ের জন্যই উপকারে আসবে। কিন্তু এই ফিচারগুলো আসলে কীভাবে কাজ করবে? আর কাদের জন্য সবচেয়ে বেশি উপকারি হবে? আজকের প্রতিবেদনে সেসব নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে।
কী এই নতুন ফিচার?
ফেসবুকের নতুন ফ্যান চ্যালেঞ্জ ফিচারটি আসলেই দারুণ ইন্টারঅ্যাকটিভ। এর মাধ্যমে ক্রিয়েটররা সরাসরি তাদের ফলোয়ারদের নির্দিষ্ট কোনও বিষয়ে কনটেন্ট বানানোর চ্যালেঞ্জ দিতে পারবেন—হোক সেটা কবিতা, ছবি, ভিডিও বা অন্য কিছু সৃজনশীল কাজ। ফলোয়াররা চাইলে খুব সহজেই #challenge হ্যাশট্যাগ ক্লিক করে এতে অংশ নিতে পারবেন। প্রতিটি চ্যালেঞ্জের জন্য থাকবে আলাদা হোমপেজ, যেখানে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি রিয়্যাকশন পাওয়া এন্ট্রিগুলির লিডার বোর্ড দেখা যাবে। ফলে দর্শকরা শুধু অংশ নেবেনই না, তাদের কাজও অন্যদের সামনে দৃশ্যমান হবে।
ফেসবুক জানিয়েছে, গত তিন মাসেই এই ফিচারের মাধ্যমে ইতিমধ্যেই ১৫ লক্ষেরও বেশি এন্ট্রি জমা পড়েছে, আর সেগুলিতে রেসপন্স এসেছে ১ কোটিরও বেশি। কোম্পানির আশা, এই ফিচার ব্র্যান্ড প্রমোশন, ক্যাম্পেইন চালানো থেকে শুরু করে ফলোয়ার বাড়ানো পর্যন্ত বড় ভূমিকা পালন করবে।
তবে শুধু চ্যালেঞ্জ ফিচারেই থেমে থাকেনি ফেসবুক। এবার ক্রিয়েটরদের হাতে তুলে দিচ্ছে তাদের সবথেকে সক্রিয় দর্শকদের আলাদা করে সম্মান জানানোর সুযোগ। এজন্যই চালু হয়েছে পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। এর মাধ্যমে ক্রিয়েটররা চাইলে নিজেদের মতো করে ব্যাজ ডিজাইন করতে পারবেন এবং যেসব ফলোয়ার নিয়মিত লাইক, কমেন্ট বা শেয়ার করে থাকেন, তারা সেই বিশেষ ব্যাজ পাবেন। নতুন ব্যাজ চালু হলে ফলোয়ারদের কাছে নোটিফিকেশনও যাবে এবং তারা চাইলে সেটি গ্রহণ করতে পারবেন। ফেসবুকের দাবি, ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী স্ট্যান্ডার্ড বা কাস্টম ফ্যান ব্যাজ পেয়েছেন। শুধু তাই নয়, অনেক জনপ্রিয় তারকাও এখন নিজেদের জন্য এই বিশেষ ব্যাজ চালু করেছেন।
সব খবর


