আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

দেবের সহ-অভিনেতা সুরজিৎ সেন, আজ সংসার চালাতে মুদিখানার ব্যবসা!

Published on: November 21, 2025
সুরজিৎ সেন

Ranjan Mahato,কলকাতাঃ এক সময় বাংলা সিরিয়াল থেকে সিনেমা—খলনায়ক চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অভিনয়ের দক্ষতায় দর্শককে তাক লাগিয়ে দিয়েছিলেন বহুবার। কিন্তু আজ সময় বদলেছে। সংসার চালাতে এখন তিনি খুলেছেন একটি মুদিখানার দোকান! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। আজ আপনাদের এমন এক অভিনেতার গল্প শোনাব, যাকে মাত্র দু’ বছর আগেও স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খেলাঘর’-এ দেখা যেত নিয়মিত। ভাবছেন কে সেই অভিনেতা? চলুন, এবার জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে।

দেবের সঙ্গে অভিনয় করা অভিনেতা এখন চালাচ্ছেন মুদির দোকান!

আজ যার কথা বলছি, তিনি একসময় অভিনেতা দেব-এর সঙ্গেও দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস—আজ সেই মানুষটিকেই সংসারের সমস্ত দায়ভার কাঁধে তুলে একা হাতে চালাতে হচ্ছে একটি ছোট্ট মুদিখানার দোকান। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর বর্তমান জীবনের গল্প নতুন করে ভাইরাল হয়েছে। সম্প্রতি এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তিনি কখনও ভাবেননি যে এভাবে আবার ভাইরাল হবেন। আর আর দেরি না করে জানিয়ে দিই—আজ কথা হচ্ছে জনপ্রিয় অভিনেতা সুরজিৎ সেন (Surajit Sen)-কে নিয়ে। একসময় অভিনয়ে নজর কাড়লেও বর্তমানে তিনি চালাচ্ছেন একটি মুদিখানার দোকান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

চেনেন এই অভিনেতাকে?

এক সময়ে দেবের সহ অভিনেতা হয়ে কাজ করলেও এখন বর্তমানে কোনও কাজ না থাকায় এই কাজ করছেন তিনি। যারা সিনেমা নিয়ে ঘাঁটাঘাঁটি কর‍তে পছন্দ করেন তাঁরা এই সুরজিৎকে ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় নিশ্চয়ই দেখে থাকবেন। এই অভিনেতার মুখ খুবই পরিচিত, এমন নয় যে আজ দেখলাম কাল ভুলে গেলাম। ব্যারাকপুরের বাসিন্দা হলেন এই অভিনেতা সুরজিৎ। পাঁচ বছর হল অভিনয় থেকে দূরে রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এখন কী ভাবে দিন চলে তাঁর?

এক ভিডিওতে সুরজিৎ খোলামেলাভাবে জানান, “১৯৯৮ সাল থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মোটে পাঁচ লক্ষ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন আমার অবস্থা!” অভিনয়ের দুনিয়া থেকে দূরে সরে এসে ব্যারাকপুরেই খুলেছেন একটি ছোট মুদির দোকান, আর এখন সেখান থেকেই চলছে তাঁর সংসার। পরিবারে আছেন মা-বাবা। তবে স্ত্রীর প্রসঙ্গ উঠতেই তিনি বিনয়ের সঙ্গে বলেন, “আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”

সুরজিৎ আরও জানান, তাঁর মতে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনোদন জগতে কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে, অনেকে তাঁকে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জড়ানো ভাবলেও তিনি কখনও কোনও রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না। তাঁর কথায়, “আমি কোনওদিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”

Ranjan Mahato

Ranjan Mahato একজন বিনোদন সংবাদ লেখক, যিনি সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজ ও তারকাদের লাইফস্টাইল নিয়ে লেখেন। সহজ ভাষায় দ্রুত ও নির্ভুল আপডেট দেওয়াই তার মূল লক্ষ্য। অবসরে তিনি নতুন ছবি ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অনলাইন মিডিয়া জগতে তার যাত্রা শুরু 2025 সালে। লেখালেখির পাশাপাশি Ranjan Mahato নতুন ছবি, গান ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অবসরে তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড অনুসরণ করেন এবং পাঠকদের জন্য নতুন কনটেন্ট আইডিয়া সংগ্রহ করেন।

Join WhatsApp

Join Now